পাতা:বিভূতি রচনাবলী (ষষ্ঠ খণ্ড).djvu/৩৯৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

\Dorg বিভূতি-রচনাবলী এই ভূগোল পড়াটা তাহার কোনদিনই হয় না। সতীশবাবু বলেন, তুই কি প্রতিজ্ঞা করেছিল পড়বি না 7 ছেড়ে দে বাপু, ছেড়ে দে ! ভূগোল পড়িবার কথা সকালে, আর প্রতিদিন সকালে তাহার কোন না কোন ব্যাঘাত ঘটিবেই ঘটিবে। সেদিন সে ভূগোল পড়িবার দুর্জয় পণ করিয়া বসিয়াছিল। কুাকীমার আনিটা মাটিতে রাখিয়া সে পড়িতে লাগিল, রাজসাহী, চট্টগ্রাম,••• এমন সময় নীচ হইতে কাকীমা গর্জন করিয়া উঠিলেন, ওরে ও বিদ্যাসাগর, আর জজ ম্যাজিস্টার হসনে । এদিকে চায়ের জল ঠাও হয়ে গেল যে রে । অগত্যা তাহাকে বইখাতা গুটাইয়া উঠিতে হইল। চিনি আনিয়াই কিন্তু সে নিস্কৃতি পাইল না। চিনির পর তাহাকে বাজার যাইতে হইল। কাকীমা বলিলেন, এক পয়সার পলতা আনিস দিকিনি, আলু দেখে কিনবি, কালকের মত যেন পোকা না থাকে, আর গুচ্ছর পাক ট্যাঙ্কস আনিস নে যেন, বুঝলি ? বাজার করিয়া ফিরিতেই তাহার বেলা নয়টা হইয়া গেল । কাকীমা হিসাব নিলেল । চারটি পয়সা কম পড়িল । কাকীমা চোখ পাকাইলেন, বলিলেন, বার কর বলছি পয়সা । গোবিন্দ কহিল, আর তে; কোন পয়সা ফেরে নি কাকীমা ! কাকীমা বলিলেন, আর মিছে কথা বলিস নে রে গবাক্ষ । হিসেব শেখাচ্ছিল তুই আমায় ? বাজারের পয়সা চুরি । ওম, আমি কোথায় যাব! বাড়তে বাড়তে তুই ষে বেড়ে উঠেছিল! না, আজ আর তোর নিস্তার নাই। ভাক তোর কাকাকে । গবাক্ষকে আর ডাকিতে হইল না, সেন্টই তাহার হইয়া কাজটি করিয়া দিল। কাকীমা বলিলেন, ওগো, দেখ তোমার গুণমণির কীৰ্ত্তি। তানা উড়েছে! চুরি শিখেছে! চুরি ৰিভে বড় বিস্তে যদি না পড়ে ধরা। আজ বাজারের পয়সা চুরি করবে, কাল বাক্স ভাঙ্গবে, পরশু সিন্মুক ভাঙ্গবে। এখন হয়েছে কি ! আদরের ভাইপে তোমার ভিটেয় ঘুঘু চরাবে। দোষ যে আমার ! কাকা নিজে হিসাব লইলেন । তথাপি সেই চারিটি পয়সা কম পড়িল । শত চেষ্ট। করিয়াও গোবিন্দ ঐ চারিটি পয়সার হিসাব দিতে পারিল না। সহেরও একটা সীমা আছে । কাক সহ করিয়া করিয়া সেই চরম সীমায় সেদিন পৌঁছিলেন। তিনি অকস্মাৎ মুহূর্বের মধ্যে অতিরিক্ত রাগিয়া উঠিলেন। তিনি উকিল । আজ দীর্ঘ বার বছর ধরিয়া স্থিরভাবে ছোট আদালতে প্রাকৃটিম করিয়াছেন। চুরি জিনিসটার উপর তাহার দৃষ্টি সচরাচর সহজেই নিবদ্ধ হয় । তিনি গোবিন্দকে গুটি কয়েক জেরা করিয়া সাব্যস্ত করিলেন, সে পয়সা চারিটি আত্মসাৎ করিয়াছে তাহাতে কোন সন্দেহ নাই । রাগিলে তিনি ভীষণ হইয়া ওঠেন। তিনি ৰলিলেন, দেখি তোর ট্যাক । অগত্যা তাহার ট্যাক দেখা হইল, কিন্তু পরসা সেখানে পাওয়া গেল লা। তখন কাকীমা হাসিয়া বলিলেন, এই বুদ্ধি নিয়ে তুমি ওকালতি কয় ? বলিহারি বাই! ও এত ৰোকা ৰে পয়সা তোমার জন্তে ট্যাকে রেখে দেবে, না ?