পাতা:বিভূতি রচনাবলী (ষষ্ঠ খণ্ড).djvu/৪০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

YONo বিভূতি-রচনাবলী * —অনেকক্ষণ এসেছি মামাবাবু—চলুন, আমিও হোটেলে বেরিয়েছি— ৰলিতে বলিতে নরেন সম্মুখে আসিয়া দাড়াইল । হাজারি বলিল—একটু জলটল খেয়ে যাও না 7 হোটেলে এখন ধোয়ার মধ্যে গিয়েই বা করবে কি ? ব’ল ব’ল বরং । টেপি তোর নরেনদা’র জন্য একটু চা— —না না থাক মামাবাবু, হোটেলে তো চা এমনিই হবে এখন। —তা হোক, আমার বাসায় যখন এসেছ, তখন এখান থেকেই চা খেয়ে যাও। বলিয়া হাজারি বাড়ীর মধ্যের ঘরের দিকে সরিয়া গেল। টেপির মা তখনও রান্নাঘরের দাওয়ায় একখানা মাদুর বিছাইয়া অঘোরে ঘুমাইতেছে দেখিতে পাইল। বেচারী চিরকাল খাটিয়াই মরিয়াছে এড়োশোলা গ্রামে—এখন চাকরে যখন প্রায় সব কাজই করিয়া দেয় তখন সে জীবনটাকে একটু উপভোগ করিয়া লইতে চায়। হাজারি স্ত্রীকেও জাগাইল না। সবাই মিলিয়া বড় কষ্ট করিয়াছে চিরকাল, এখন স্বখের মূখ যখন দেখিতেছে—তখন সে তাহাতে বাদ সাধিবে না। টেপির মা ঘুমাইয়া থাকুক। বাড়ীর বাহির হইতে ৰাইতেছে, নরেন মাধ চুলকাইতে চুলকাইতে একটু লাজুক স্বরে বলিল—মীমাবাৰু—এই গিয়ে আশা বলছিল—মামৗমাকে নিয়ে আর ওকে নিয়ে একবার টকি দেখিয়ে আনার কথা—ত আপনি কি বলেন ? টেপিই যে একথা তাহার কাছে বলিতে নরেনকে অঙ্গুরোধ করিয়াছে, এ-বিষয়ে হাজারির সন্দেহ রহিল না। তাহার মনে কৌতুক ও আনন্দ দুই-ই দেখা দিল। ছেলেমানুষ সব, উহারা কি করে না-করে বয়োবৃদ্ধ লোকে সব বুঝিতে পারে, অথচ বেচারীরা ভাবে তাহাজের মনের খবর কেহ কিছু রাখে না । সে ব্যস্ত হইয়া বলিল—তা যাবে ধাও না । আজই যাবে ? পয়সা-কড়ি সব তোমার মামৗমার কাছে আছে, চেয়ে নাও ! কখন ফিরবে ? —রাত আটটা হবে মামাবাবু—আপনি নিজে ইষ্টিশানে যদি গিয়ে বসেন একটু— —আচ্ছ তা হোক, ইষ্টিশানে আমি যাব এখন, সে তুমি ভেবো না। তুমি ওদের নিয়ে ৰাও—ও টেপি, ডেকে দে তোর মাকে । অবেলায় পড়ে ঘুমুচে, ডেকে দে। যাস যদি তবে সব তৈরি হয়ে নে— হাজারি অার বিলম্ব না করিয়া বাড়ীর বাহির হইয়া পড়িল । বালকবালিকাদের আমোদের পথে সে বিল্প স্বষ্টি করিতে চায় না। প্রথমে বাজারের হোটেলে আসিয়া এ-বেলার রান্নার সব ব্যবস্থা করিয়া দিয়া বেলা পড়িলে সে আসিল স্টেশন প্ল্যাটফর্মের হোটেলে। এখানে সে বড় একটা বসে না । নরেনই এখানকার ম্যানেজার। এ সব সাহেবী ধরনের ব্যবস্থা তাহার যেন কেমন লাগে । সন্ধ্যা সাড়ে সাতটা । চাটগা মেল আসিবার বেশী বিলম্ব নাই—বনগ্রামের গাড়ীও এখনি ছাড়িবে। এই সময় হইতে রাজি লাভে এগারোটা পৰ্য্যস্ত সিরাজগঞ্জ, ঢাকা মেল,