পাতা:বিভূতি রচনাবলী (ষষ্ঠ খণ্ড).djvu/৪০৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

cयनैगैग्न शूलदांज़ेो |5bష్ట్ర ওঠে। তাহার নামকরণ করিয়াছে ‘কমলা, কিন্তু সচরাচর ডাকে কমলি বলিয়। আমার স্ত্রী বন্ধ্যা । সে কমলাকে বড় ভালবাসে। অষ্টপ্রহর তাহাকে কাছে কাছে রাখিয়া দেয় । তাঁহাকে খাওয়ানো, স্নান করানো সমস্ত খুটিনাটির তার আমার স্ত্রী স্বেচ্ছায় গ্রহণ করিয়াছে। সারাদিন সে আমাদের ঘরেই থাকে। রাত্রে তাহার মা জালিয়। তাঁকে, কমলি কোথায় দিদি । 翰 স্ত্রী কহিল, ঘুচ্ছে ভাই। রমা বলিল, রাতেও রেখে দেবে নাকি ? স্ত্রী কহিল, থাকত যদি তো রাখতুম ; কিন্তু ভাই, রাতত্বপুরে মার জন্তে যদি কাজে । রমা কহিল, অত আস্কারা দিও না দিদি ৷ স্ত্রী কহিল, আস্কার নয় ভাই, আস্কার নয়। তুমি ছেলেমায়ৰ, ছেলে মাছৰ কক্কার কি জান ? রমা খিল খিল করিয়া হাসিয়া উঠিল, কি মিথুক গে৷ তুমি । ছেলে মানুষ করার সব কিছু তোমার জানা আছে বুঝি ? না জানি পেটের পাচটা হলে কি দেমাকই না হত । স্ত্রীর মুখ মূহূর্তের জন্য পাংশু হইল। তাহার বক্ষ দলিয়া পিষিয়া একটা দীর্ঘ নিঃশ্বাস বাহির হইল। রহস্তের ছলে কথাটি মুখ দিয়া বাহির হইয়া আর একজনকে যে এরূপভাবে আঘাত করিতে পারে, রমা হয়ত তাহা জানিত না। ঐ শব্দগুলি জোড়া দিয়া একটি যে বিই প্রতিকটু বাক্যের স্বাক্ট হইতে পারে, তাহ রমার অবিদিত ছিল। সে অগ্রপ্ততে পড়িল। আমার স্ত্রীর হাতদুখানি চাপিয়া ধরিয়া করুণ স্বরে মিনতি করিল, রাগ করলে দিদি ? আমি না বুঝে একটা কথা বলে ফেলেছি। রমার কাতর মুখ দেখিয়া স্ত্রীর পাষাণ-হৃদয় দ্রব হইল। সে ঠোঁটের ফাকে হালি জানিয়া কহিল, ওমা ! কি এমন মন্দ কথা বলেচ ভাই ? ও আমার বরাত। তবে কি জান, মেয়েটা আমায় একেবারে আষ্টেপিষ্টে বেঁধে ফেলেছে। রম কহিল, ওর মা যে কে তাই ও ভাল করে বুঝতে পারে না। আর জন্মে তুমি ওর মা ছিলে নিশ্চয়। স্ত্রী কহিল, মাইরি বলছি, বিচ্ছেদ যদি আমাদের মধ্যে কখনও হয় তো তোমার আমার সঙ্গেই হবে । কমলি যেন তার মধ্যে জড়িয়ে না পড়ে । ও যেখানে খুলী থাকবে। রমা হাসিতে লাগিল, বলিল, এখন থেকে অত ভাবনা নেই তোমার জিদি । দেখে নিও ও ঠিক তোমার কাছেই থাকবে। স্ত্রী কহিল, ওকে দু'দও না দেখতে পেলে আমার বুকের ভেতরটা কেমন কেমন করে। আশ্চর্ষ হইয়া গেলাম। আমার স্ত্রী কিসের জোরে ৰমলিকে এমন নিবিড়ভাবে ভালবাসিয়া ফেলিল। কেমন করিয়া দিনে দিনে পলে পলে তাহার উম্বর বাৎসল্যবর্জিত জীবনDBB BBBB BBB BBB D DBS BB BBBS BBB BBD DD DDDS তাবে স্বতঃপ্রণোদিত হইয়া একজন অচেনাকে জুহাত দিয়া জাকড়াইয়া ধরিল । সত্য কথা