পাতা:বিভূতি রচনাবলী (ষষ্ঠ খণ্ড).djvu/৪৩৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বেণীগীর ফুলবাড়ী 8 R& ইচ্ছেতে তার বাবার নামে পুকুর হবে, আমি তাতে টাকা নিতে পারব না। এমনি লিখে দিচ্ছি আমার অংশ । ও অনুরোধ করে। না বাবা । রাত্রে সে স্ত্রীকে বলিল- কথায় বলে স্ত্রীবুদ্ধি ! তুমি টাকা নিতে দিলে না, এখন কর উপোস। বত্ৰিশ টাকায় দুটি মাস ভাবতে হতো না। এখন আমি কোথা থেকে কি করি, এই পূজো আসছে সামনে, অন্তত ওদের কাপড় কিনে দিতে পারতাম তো— নীরদ বলিল—ফাকি দিয়ে টাকা আদায় করে সে টাকায় আমার ছেলেমেয়ের কাপড় কিনতে হবে না। ওরা কাপড় এবার না হয় পরবে না। যেমন চিন্থ তেমনি ওর দাদা— ওরা ছেলেমানুষ। ওদের কাছ থেকে দম দিয়ে অনেধ্য টাকা আদায় করে কদিন খাবে ? বেশ করেছ ছেড়ে দিয়েছ । টাকাটা হাতছাড়া হওয়াতে শাস্তিরাম দুঃখিত হইল বটে কিন্তু স্ত্রীর এ নূতন মূৰ্ত্তি তাহার কাছে লাগিল ভাল । সোনার বালার শোকে স্ত্রীর ষে মূৰ্ত্তি দেখিয়াছিল, ইহা তাহার বিপরীত ; নীরদা—না, বেশ লোক । এ জিনিস যে আবার নীরদার মধ্যে আছে— বলিল—শোন, ওপাড়ার মহেশদাদা তো এক শরিক ! আমায় ডেকে পরশু বলছে— হ্যা হে, তোমরা নাকি বত্রিশ টাকা করে অংশ ধার্য্য করেছ ? আমি আমার অংশ পঞ্চাশ টাকার কমে দেব না। ওদের গরজ পড়েছে, বড়লোক, যা চাইবো তাই দিতে হবে । ও খাশ ব্রহ্মোত্তর, ছড়িবো কেন অত সহজে ? সত্যি যা বলেছ, স্বশাস্তকে ভালমাস্থ্য পেয়ে ওরা দম দিয়ে বেশী টাকা আদায় করেছে। —করে থাকে করেছে। যার ধৰ্ম্ম তার কাছে । ও টাকা কদিন খেতে ? ও কথা বাদ দাও । পুকুর কাটিয়ে দেবে ওরা একগাদা টাকা খরচ করে কিন্তু জল থাবে পাড়ার পাচজনেই তো ? ওরা সেই পশ্চিম থেকে কিছু পুকুরের জল খেতে আসছে না। আমাদের সুবিধের জন্যেই ওরা করে দিচ্ছে। চিমু বলেছিল, ওর দাদা পরের কাজে, দেশের কাজে বড় মন দিয়েছে। বেশ ছেলেটি । পূজার দিন কয়েক বাকি । স্বশাস্ত সন্ধ্যার সময় শাস্তিরামের বাড়ী আসিল । বলিল—কাক, আমরা কাল চলে ধাচ্ছি পশ্চিমে । আমার ছুটি ফুরিয়ে এসেছে। আপনার উপর একটা তার দিয়ে যেতে চাই। পুকুর কাটানোর ভারট। আপনি নিন। গায়ের মধ্যে আপনি অনেস্ট লোক দেখলুম। চিন্থর মূখে আপনাদের সব কথা আমি শুনেছি। একট প্রস্তাব আছে আমার, যদি কিছু মনে না করেন তবে বলি। অঃমি এই পুকুর কাটানোর আর আমাদের জমিজমা বাড়ীম্বর এখানে যা আছে তা দেখাশুনা করবার জন্তে মাসে আপনাকে পনেরো টাকা দেবো । পুকুর কাটানো হয়ে গেলে আমাদের বাড়ীটা মেরামত করবার ভারও আপনার ওপর থাকবে। আমি টাকা পাঠিয়ে দিয়ে খালাস হবো। মাঘ মাসের দিকে মাকে নিয়ে এসে পুকুর প্রতিষ্ঠা করে ষাবো। বলুন কাক, এতে আপনি রাজী আছেন—রাজী না হলে