পাতা:বিভূতি রচনাবলী (ষষ্ঠ খণ্ড).djvu/৪৪৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বেণীগীর ফুলবাড়ী Qම්ව —ও কি বাবুমশাই, তা হবে না, ও কখনো ফেলে উঠতে পারবেন না, খেতেই হবে। আহারাদি শেষ করে চলে আসবার সময় বিধবা মেয়েটি পান এনে রাখলে সামনে । তারপর আবার তার শ্বশুর ও সে আমার পায়ের ধুলো নিয়ে প্রণাম করলে। এরও বছরখানেক পরে পর্য্যস্ত ফিরিওয়ালা নিয়মিত ভাবে আমাদের মেসে খাবার ফিরি করতে আসত। তারপর গত বৎসর পূজোর ছুটির আগে থেকে ও আর এল না। এখনও পৰ্য্যস্ত একদিনও আর তাকে দেখা যায় নি। মাঝে মাঝে লোকটার কথা মনে হয়—বেঁচে আছে না মরে গেল ! খোজ-খবর নেওয়া উচিত ছিল অবিপ্তি—কিন্তু সময় করে উঠতে পারিনি । নিষ্ফলা —আ মূর এগিয়ে আসছে দেখ না। দূর হ, দূর হ। ওমা আমি কোথায় যাব ? এ খে ঘরে আসতে চায়। ছিঃ ছিঃ ! ধৰ্ম্ম-কৰ্ম্ম সব গেল। বলি ও ভালমামুষের মেয়ে, এমনি করে কি লোককে পাগল করতে হয় ? বেলা বেশী নয়, আটটা হইবে প্রায় । বৈশাখ মাস—বেশ রৌদ্র উঠিয়াছে। পাশের বাড়ীর গৃহিণী আহ্নিক করিতে বসিয়াছেন তাহার পূজার ঘরে । পূজার ঘরটি ত্রিতলে । সেইখানে বাড়ীর দুষ্ট কুকুরটি দরজায় আসিয়া উকি মারিল । নামাবলীতে সৰ্ব্বাঙ্গ ঢাকিয়া ছোট একটি আরশি দেখিয়া নাকের উপর তিলক কাটিতে কাটিতে কুকুরের মুখদর্শন করিয়া তিনি শিহরিয়া উঠিলেন । র্তাহার হাত হইতে সশব্দে তিলক-মাটি পড়িয়া গেল। তিনি তখন পূজায় বাধা পড়িতে দেখিয়া চকিতে ঠাকুরঘরের দরজাটি বন্ধ করিয়া ভাত-কণ্ঠে ঐ কথাগুলি বলিতে শুরু করিলেন। নীচের তলায় বধুটি স্বীন করিতেছিল। সে মুহূর্তে ভিজা কাপড়েই .দৌড়াইতে দৌড়াইতে উপরে আসিয়া কুকুরটিকে কোলে লইয়া বলিল—বেবী, তুই বড় দুই হয়েছিল। একদিন না এখানে আসতে বারণ করেছি ! কথা-শেষে সে বেবীর পিঠে মৃদ্ধ করাঘাত করিল। বেবী ভারী খুশী হইয়া লেজ নাড়িতে নাড়িতে একবার ডান দিকে একবার বা দিকে ফিরিয়া ডাকিল, ঘেউ-ঘেউ ! বিপদ কাটিয়া যাইতে দেখিয়া শাশুড়ী নিৰ্ভয়ে পুনরায় পূজার ঘরের দরজা খুলিয়া দিলেন ; বধুকে বলিলেন, দেখে গা বৃছি, কুকুরকে অত আদর দেওয়া ভাল নয়। কথায় আছে না, কুকুরকে নাই দিলে মাথায় ওঠে ! সব জিনিসের একটা সীমা আছে । বন্ধুটি প্রতিবাদ করিল, কি অত আদর দিতে দেখলেন । —ওই ত, তোমাদের সব তাতেই তক । একটা কুকুরকে কোলে করে ধেই ধেই করে নাচাটা খুব ভাল, না ? বন্ধু আর কোন কথা না বলিয়া কুকুরটিকে লইয়া সেখান হইতে চলিয়া গেল। ماجسسيه . ة .fR