পাতা:বিভূতি রচনাবলী (ষষ্ঠ খণ্ড).djvu/৪৪৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বেণীগীর ফুলবাড়ী - 9êồữ —একেবারে সাহেবীয়ানা। স্বামী ভুলিয়াও কোন দিন প্রতিবাদ করে নাই বা প্রশ্রয়ও দেয় নাই। মাঝে মাঝে দৈবাৎ কখনও হয়ত বলিল, বেবী এসে অবধি আমার অবস্থা বড় কাহিল হয়ে গেছে । বেবীর কান দুইটি দুই হাত দিয়া ঈষৎ চাপিতে চাপিতে ছুটি ভাগর চোখে স্বামীর পানে তাকাইয়া স্ত্রী প্রশ্ন করিল, তার মানে ? স্বামী বলিল, মানে, আমাকে তুমি কম ভালবাসছ। কারণ চব্বিশ ঘণ্টা বেবী হারামজাদাকে নিয়ে থাকলে আমি-বেচারার কথাটা স্মরণ হওয়া তোমার দায় হয়ে উঠেছে । অমনি স্ত্রী অভিমানের স্বরে কহিল, ও ! বেবীর ওপর তোমাদের বাড়ীম্বন্ধ সকলের হিংসে ! ওকে গল টিপে মেরে ফেললে তোমাদের ষোলকলা পূর্ণ হয়, না ? বন্ধটির গও বাহিয়া অশ্রীকণা ঝরিতে লাগিল। স্ত্রীকে কাদিতে দেখিয়া স্বামীর চিত্তও বিচলিত হইল, ক্ষুব্ধকণ্ঠে কহিল, অমনি রাগ হল রমা ? ঠাট্টাও বোঝ না ? যা-হোক মাকুব ! রম ফোপাইয়। ফোপাইয়া কহিল, আমি বেশ জানি, এ তোমাদের ঠাট্ট নয় । তোমাদের মনের কথা। বেশ, দূর করে বিদেয় করে দেব একে। দূৰ হ ! দূর হ হারামজাদা । কথা শেষে সে বেবীকে মেঝের উপর ছুড়িয়া ফেলিল। বেবী কেঁউ কেউ করিয়া তাহার ব্যথা প্রকাশ করিল। উঠিয়া বধুটির পায়ের কাছে আসিয়া তাহার পানে ফ্যাল ফ্যাল করিয়া তাকাইয় লেজ নাড়িতে লাগিল। বন্ধটি পিছু ফিরিয়া বিরক্তি প্রকাশ করিয়া কহিল, আর মায়া বাড়াসনে রাক্ষস ! একটির পর একটি করিয়া দিন কাটিতে লাগিল । বেবীর সেবাম্বত্বে ক্রাট হইল না। ছুইবেল মাংস রাধিয়া তাহাকে দেওয়া হইত। প্রতিদিন সকালে চা ও বিস্কুট সংযোগে সে জলযোগ করিত। তাহার নানা রকমের জামা তৈয়ারী হইল। কিন্তু রুমার এই অক্লাস্ত সেবাস্বত্ব সত্ত্বেও বেবীর শরীর পুষ্ট হইল না, পরস্তু সে দিন দিন ক্ষীণ হইতে লাগিল, তাহার কণ্ঠস্বর অত্যন্ত তীক্ষু ও কর্কশ হইল। রমার আপ্রাণ চেষ্টা আদৌ ফলপ্রস্থ হইল না । সে একদিন স্বামীকে কছিল, কুকুরটা দিন দিন কেন জানি না শুকিয়ে যাচ্ছে। একটু ডাক্তার-বস্তি দেখাও না। শুনেছি কুকুরের নাকি ডাক্তার আছে। স্বামী কহিল, কুকুর পোষার ঘদি অত শখ তা হলে এক কাজ কর না। —কি ? —ওটাকে দূর করে দাও। আমি একটা ভাল বিলিতি কুকুর এনে দিচ্ছি। সেটা মানুষ কর । রমা অভিমান করিয়া কহিল, তার মানে তোমরা সবাই ওর শত্রু। স্বাস্থ্য কি সকলের সমৃান হয় ? —কিন্তু ওর স্বাস্থ্য বদলাবে না কোন দিন রম। ওর জাতটা মনে রেখে । —ছেলে যদি কুংলিত কুরূপ হয় কোন মা-বাপ তাকে প্রাণ ধরে দূর করে দিতে পারে গো ?