পাতা:বিভূতি রচনাবলী (ষষ্ঠ খণ্ড).djvu/৪৬৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বেণীগীর ফুলবাড়ী 86 S সপ্তাহখানেক পরে একদিন কি মনে করিয়া একখানি টমটম ভাড়া করিয়৷ বেণীগীয় ফুলবাড়ীর দিকে রওনা হইলাম । বেণীগীর ফুলবাড়ীতে মণিয়াদের সে জরাজীর্ণ বাড়ীটা ভূমিকম্পে নিশ্চিহ্ন হইয়া গিয়াছে, মণিয়া ও বাচিয়া নাই, বাড়ী চাপা পড়িয়া হতভাগিনীর মৃত্যু হইয়াছে, বেণীগীর ফুলবাড়ীর প্রাচীন বট, মেহগ্নি, কৃষ্ণচুড়ার ছায়ায় মহাশ্বেতার . বীণার ক্লাস্ত স্বর কাদিয়া কাদিয়া চিরদিনের মত নীরব হইয়া গিয়াছে—ইহাই সেখানে নিশ্চয় দেখিব ভাবিতে ভাবিতে যাইতেছিলাম । কিন্তু তাহার বদলে ধাহা দেখিলাম তাহার জন্ত সত্যই প্রস্তুত ছিলাম না। ফুলবাড়ীর সামনে টমটম হইতে নামিলাম । ফটক দিয়া ঢুকিতেই গাছপালার ফাক দিয়া চোথে পড়িল, বাড়ীটা যেন মাটির উপরেই দাড়াইয়া আছে। বাগানের ও বাড়ীর অবস্থা দেখিয়া জনশূন্ত বলিয়াও বোধ হইল না। আরও কিছু অগ্রসর হইয়া শুকনে ফোয়ারাটার ধারে চামেলি বনের কাছে যাইতেই কাছে একটি মেয়েকে গাছের ডালে বাধা তারের আলনায় কাপড় মেলিয়া দিতে দেখিয়া থমকিয়া দাড়াইলাম । সেই সময় পায়ের শবো মেয়েটিও চমকিয়া আমার দিকে পিছন ফিরিয়া চাহিল। দেখিলাম সে মণিয়া । মণিয়ার চেহারার কিছু পরিবর্তন হইয়াছে, একটু মোটা হইয়া গিয়াছে, মুখশ্ৰী বদলাইয়াছে, তবুও সে এখনও স্বন্দরী। বলিলাম— চিনতে পারে। মণিয়া ? মণিয়ার ডাগর চোখ দুটিতে বিস্ময়ের দৃষ্টি তখনও কাটে নাই। আমার দিকে অল্পক্ষণ চাহিয়া থাকিবার পর উজ্জল মুখে বলিল—বাবুজী ? আমন, আম্বন, এতদিন কোথায় ছিলেন ? সেই চলে গেলেন-অfর খোজ নেই, খবর নেই, কত ভেবেছি আপনার জন্তে । —এখানে ছিলামই ন-দিন কয়েক হলো আবার এসেছি। যে কাও হয়েছে দেখলুম তোমাদের দেশে ! তারপর তুমি ভাল আছ ? মণিয়া স্বন্দর ভঙ্গিতে ঘাড় নাড়িয়া বলিল—আপনার আশীৰ্ব্বাদে বাবুজী প্রাণে বেঁচে গিয়েচি সব ! এ বাড়ীটার বিশেষ কিছু হয় নি—আম্বন না, চলুন বাড়ীতে— বলিলাম—বাড়ীতে তুমি, এখন—মানে আর কে আছে ? মণিয়া বলিল—আমার দাই-ম, আর চাচেরা ভাই আছে—পরে সলঙ্গ হাসিয়া বলিল— আর উনি আছেন । পরম বিস্ময়ে বলিয়া উঠিলাম—কে ? ললিতবাৰু ? মণিয়া পুনরায় সলজ্জ হাসিয়া চোখ নীচু করিয়া বলিল—আবার কে বাবুজী ? সেই ভে BB BBBS BBB BB BBBS BB BBSBSS BB BB BD DDD LLL S DDD বছরের মাথায় উনি ফিরলেন । মাগে, এমনি রোগ হয়ে গিয়েছেন । বাঙ্গল মূলুকের জলহাওয়া একদম নরম, ওঁর এতকাল পশ্চিমে বাস, সঙ্ক হবে কেন ? হাতে পয়সা বা নিয়ে