পাতা:বিভূতি রচনাবলী (ষষ্ঠ খণ্ড).djvu/৫০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

38& বিভূতি-রচনাবলী বিহারী বাড়ধ্যে বলিলেন—ভাত-বেচা হোটেলে ? না, মাপ করবেন। ও-সব আমাদের দ্বারা হবে না। আমাদের বংশে ও-সব কখনো—ও কাজ আমাদের নয় । হাজারি আর কিছু বলিতে সাহস করিল না। শ্ৰীনগর সিমূলে হইতে বাহির হইয়া যখন সে আবার বড় রাস্তায় উঠিল তখন সেবারকারের মৃতই সে স্থাপ ছাড়িয়া বাচিল। অমন নিরুপদ্রব নিশ্চিন্ত স্বখ মৃত্যুর সামিল—ও স্বখ তাহার লঙ্ক হইবে না। গোপালনগরে পৌঁছিতে বেল পাচটা বাজিল। গোপালনগরের কুতুবাড়ী পৌঁছিতেই হাজারি যথেষ্ট খাতির পাইল। কুণ্ডুদের বড়কর্তা খুশি হইয়া ৰলিলেন—জারে, হাজারি ঠাকুর যে, কোথায় ছিলেন এতদিন ? আস্থন— জাম্বন। বাড়ীর মেয়েরাও খুশি হইল। হাজারি ঠাকুরের রায় সম্বন্ধে নিজেদের মধ্যে আজও তাহারা বলাবলি করে। লোকটা যে গুণী এ বিষয়ে বাড়ীর লোকদের মধ্যে মতভেদ নাই । ইহাৱা হাজারির পুরানো মনিব স্বতরাং সে ইহাদের স্বাধ্য প্রাপ্য সম্মান দিতে ক্রটি করিল না । ৰত্নৰাৰুর স্ত্রী বলিলেন—ঠাকুরমশায়, দু-দিনের ছুটি নিয়ে গেলেন, আর দু-বছর দেখা নেই, ব্যাপার কি ৰলুন তো ? মাইনে বাকী তাও নিলেন না। হয়েছিল কি ? ইহারা ব্ৰাহ্মণকে যথেষ্ট সম্মান করিয়া থাকে, রম্বইয়ে ব্রাহ্মণের প্রতিও সে সম্মান প্রদর্শনের কার্পণ্য নাই। মেজকৰ্ত্তার মেয়ে নিৰ্ম্মলার সেবার বিবাহ হইয়াছিল—লে শ্বশুরবাড়ীতে থাকিৰাৰ সময়েই হাজারি উহাদের চাকুরি ছাড়িয়া দেয়। নিৰ্ম্মলা এখানে সম্প্রতি আলিয়াছে, সে হাজারির পায়ের খুলা লইয়া প্ৰণাম করিয়া বলিল—বেশ আপনি, শ্বশুরবাড়ী থেকে এসে দেখি জাপনি আর নেই। উনি সেই বিয়ের পরদিন আপনার হাতের রান্না খেয়ে গেছলেন, জামায় বললেন—তোমাদের ঠাকুরটি বড় ভাল । ওর হাতের রান্না অার একদিন না খেলে চলবে না, ওমা, এলে দেখি কোথায় কে –কোথায় ছিলেন এতদিন ? সেই রকম মাংস রাখুন তো একদিন। এখন থাকবেন তো আমাদের বাড়ী । হাজারির কষ্ট হইল ইহাদের কাছে প্রকৃত কথা প্রকাশ করিয়া বলিতে। তবুও বলিতে হইল। নিৰ্ম্মলাকে বলিল—তোমায় আমি মাংস রোধে খাইয়ে যাৰ মা, দু-দিন তোমাদের এখানে থেকে সকলকে নিজের হাতে রম্বই ক’রে খাওয়াব, তারপর যাব। বড়কর্তা শুনিয়া খুশি হইয়া বলিলেন–রাণাঘাটের প্ল্যাটফর্মের সে নতুন হোটেল আপনার ? বেশ, বেশ। আমরা ব্যবসাদার মাম্বব ঠাকুরমশায়, এইটে বুঝি ৰে চাকরি করে কেউ কখনও উন্নতি করতে পারে না। উন্নতি আছে ব্যবসাতে, তা সে যে কোন ব্যবসাই হোক। আপনি তাল রাখেন, ওই হোটেলের ব্যবসাই আপনার ঠিক-মত ব্যবসা—বেটা ৰে বোঝে বা জানে। উন্নতি করবেন আপনি । জালিবার সময় ইহার হাজারিকে এক জোড়া ধুতি উড়ানি দিল এবং প্রাপ্য বেতন ৰাহ ৰাকী ছিল সব চুকাইয়া দিল। হাজারি বেতন লুইতে আলে নাই, কিন্তু উহা তাহার বলা