পাতা:বিভূতি রচনাবলী (ষষ্ঠ খণ্ড).djvu/৬৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিভূতি-রচনাবলী ده e وكند নরেনকে যেদিন প্রথম দেখে সেইদিনই মনে হইয়াছিল ষে স্বন্দর ছবিটি—টেপি লাল চেলি পরিয়া নরেনের পাশে দাড়াইয়া, মুখে লজ্জা, চোখে চাপ আনন্দের হাসি—তখন মনে হইয়াছিল এসব দুরশি, এও কি কখনও হয় ? সবই ঠাকুর রাধাবল্লতের দয়া। নতুবা সে আবার কবে ভাবিয়াছিল যে সে বোম্বাই যাইবে দেড়-শ টাকা মাহিনীর চাকুরি লইয়া ? পরদিন অতসী আসিয়া আবার বলিল—কবে এড়োশোলা যাবেন কাকাবাবু? টেপিও যাবে বলছে, কাকীমাও বলছিলেন গায়ে থেকে সেই আজ দু-বছর আড়াই বছর এসেছেন আর কখনও যান নি। ওঁরও বাবার ইচ্ছে। একদিনের জন্তেও চলুন না ? আবার স্বগ্রামে শাসিয়া উহাদের গাড়ী চুকিল বহুদিন পরে। হাজারিদের বাড়ীটা বাসযোগ্য নাই, খড়ের ঘর এত দিন দেখাশোনার অভাবে নষ্ট হইয়া গিয়াছে—ঝড়ে খড় উড়িয়া যাওয়ার দরুন চালের নানা জায়গা দিয়া নীল আকাশ দিব্যি চোখে পড়ে । অতসী টানাটানি করিতে লাগিল তাহাঙ্গের বাড়ীতে সবম্বন্ধ লইয়া যাইবার জন্তু, কিন্তু BB BB BS BB BBS SBBBB BBBBB BBB BBBBB BBBB BBSBBB BBB উঠানের জঙ্গল নিজের হাতে তুলিয়া ফেলিয়া টেপির সাহায্যে ঘরের দাওয়া ও ভিতরকার মেজে পরিষ্কার করিয়া নিজের বাড়িতেই সে উঠিল । টেপিকে বলিল—তুই বস্ম, আমি পুকুরে একটা ডুব দিয়ে আসি, পেয়ারাতলার ঘাটে কতদিন নাই নি! পুকুরের ঘাটে গিয়ে এ-পাড়ার রাধু চাটুজ্জের পুত্রবধুর সঙ্গে প্রথমেই দেখা । সে মেয়েটির বয়স প্রায় টেপির মায়ের সমান, দুজনে যথেষ্ট ভাব চিরকাল । টেপির মাকে দেখিয়া সে তো একেবারে অবাক বাসন মাজ! ফেলিয়া হাসিমুখে ছুটিয়া আসিয়া বলিল—ওম, দিদি যে ! কখন এলে দিদি ? আর কি আমাদের কথা মনে থাকবে তোমার ? এখন বড়লোক হয়ে গিয়েছ সবাই বলে । গরীবদের কথা কি মনে পড়ে ? দুজনে দুজনকে জড়াইয়া ধরিয়া কাদিয়া ফেলিল । কিছুক্ষণ পরে রাধু চাটুজ্জের পুত্রবধূকে সঙ্গে লইয়া টেপির মা দ্বাট হইতে ফিরিল। মেয়েটি বাড়ী ঢুকিয় টেপিকে বলিল—চিনতে পারিস মা ? —ওমা, কাকীমা যে, আম্বন আস্থন— —এস মা, জন্ম-এইঞ্জী হও, সাবিত্রীর সমান হও । হ্যা গা তা তোমার কেমন আস্তেল ? মেয়েকে আনলে, অমনি জামাইকেও আনতে হয় না ? শুনেছি চাদের মত জামাই হয়েছে। এ চুড়ি কে দিয়েছে—দেখি মা। ক ভরি ! একে কি বলে ? পাশ দেখি দেখি—কখনও শুনিও নি এসব নাম । তা একটা কথা বলি । তোমাদের রান্না এ-বেলা এখানে হওয়ার উপায়ও নেই-আমাদের বাড়ীতে তোমরা সবাই এ-বেলা দুটো ডালভাত— টেপি বলিল—সে হবে ন৷ কাকীম। অতসী-দি এসেছে আমাদের সঙ্গে জানেন না ? অতসীজি সবাইকে বলেছে খেতে । সেখানেই নিয়ে গিয়ে তুলছিল আমাদের—ম গেল না,