পাতা:বিভূতি রচনাবলী (ষষ্ঠ খণ্ড).djvu/৬৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Sહર বিভূতি-রচনাবলী ইহাতে পাপ হয় হইৰে । হরিচরণবাৰু সন্ধ্যাহিক করিতে বাড়ীর মধ্যে গেলেন । অতগীর দিকে চাহিয়া হাজারি বলিল—কেমন মা, তোমার সাধ বা ছিল, মিটেছে ? —নিশ্চয়ই কাকাবাৰু। টেপি কি বলিস ? কতদিন ভাবতুম গায়ে তো বাবে, সেখানে টেfপঞ্চ নেই, কাকাবাবুও নেই। কাদের সঙ্গে ছুটো কথা বলবো ? —কাল আমার সঙ্গে রাণাঘাট যেতে হবে কিন্তু মা। —বাঃ, সে আমি বাবা-মাকে বলে রেখেছি। আপনাকে উঠিয়ে দিতে ৰাব না কি রকম ? কাকাবাৰু, টেপি এখন দিনকতক আমার কাছে এখানে থাকু না ? তাহলে আপনাকে গাড়ীতে তুলে দিয়ে আসবার সময় ওকে সঙ্গে করে আনি । নরেনবাৰু মাঝে মাঝে এখানে আসবেন এখন । নরেনের কথা বলতে টেপি বাপের অলক্ষিতে অতসীকে এক রাম-চিমটি কাটিল । —কাকাবাবু পূজোর সময় আসবেন তো ! এবার আমাদের গায়ে আমরা ঠাকুর পুজো कब्लद । —পূজোর তো অনেক দেরি এখন মা। যদি সম্ভব হয় আসবে বই কি । তবে তুমি যদি পূজো করে। তবে আসবার চেষ্টা করব। টেপি বলিল—তোমাকে আসতেই হবে বাবা । মা বলেচে এবার প্রতিমা গড়িয়ে কোজাগরী লক্ষ্মীপূজা করবে। এখনও তিন-চার মাস দেরি পূজোর-সে-সময় ছুটি নিয়ে আসবে বাব, কেমন তো ? রাধু মুখুয্যের পুত্রবধু নাছোড়বান্দা হইয়া পড়িয়াছিল, রাত্রে তাহাঙ্গের বাড়ীতে সকলকে খাইতে হইবেই। টেপির মা সন্ধ্যাবেলা হইতেই রাধু মুখুয্যের বাড়ী গিয়া জুটিয়াছে, মোচা কুটিয়া, দেশী কুমড়া কুটিয়া তাহাদের সাহায্য করিতেছে । সে সরল গ্রাম্য মেয়ে, শহরের জীবনধাত্রার চেয়ে পাড়াগায়ের এ জীবন তাহার অনেক ভাল লাগে। সে বলিতেছিল—ভাই, শহুরে-টহরে কি আমাদের পোষায় ? এই যে কুমড়োর ডাটাটুকু, এই এক পয়সা । এই এতটুকু করে কুমড়োর ফালি এক পয়সা। সে ফালি কাটতে বোধ হয় পোড়ারমূখে মিলেদের হাত কেটে গিয়েছে । আমার ইচ্ছে কি জান ভাই, উনি চলে গেলে আমি তিন-চার দিনের মধ্যে আবার গায়ে আসব, পুজো পৰ্য্যন্ত এখানেই থাকব। মেয়ে-জায়াই থাকল রাণাঘাটের বাসায়, ওরাই সব দেখাগুলো করুক, ওদেরই জিনিস। আমার সেখানে ভাল መቬም ጓሽ ! - স্বামীকে কথাটা বলিতে হাজারি বলিল—তোমার ইচ্ছে বা হয় করে—কিন্তু তার জাগে ঘরখানা তো সারানো দরকার। ঘরে জল পড়ে ভেসে যায়, থাকবে কিলে ? টেপির মা বলিল—লে ভাবনায় তোমার দরকার নেই। আমি অতসীদের বাড়ী থেকে z D DBBBD DD BBB DD BBB BBB S BBBB BB BBB DD D BBB ষেন দেয় । © C. g