পাতা:বিভূতি রচনাবলী (ষষ্ঠ খণ্ড).djvu/৬৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

SV8 বিভূতি-রচনাবলী ভূলে না বেন। কাল বাসি হয়ে যাবে, পথেঘাটে বার্সি খাবার খবরদার খাবে না। মনে থাকবে ? তোমার চিঠি পেলে মা বলেচে রাধাবল্লভতলায় পূজো দেবে। চলন্ত ট্রেনের জানালার ধারে বসিয়া হাজারির কেবলই মনে হইতেছিল পদ্মদিদি ম্বে আজ তাহার পায়ের ধূলা লইয়া প্ৰণাম করিল এ সৌভাগ্য হাজারির সকল সৌভাগ্যকে ছাপাইয়া ছাড়াইয়াগিয়াছে। সেই পদ্মদিদি । ঠাকুর রাধাবল্পত, জাগ্রত দেবতা তুমি, কোটি কোটি প্রণাম তোমার চরণে। তুমিই আছ । আর কেহ নাই। থাকিলেও জানি না।