পাতা:বিভূতি রচনাবলী (ষষ্ঠ খণ্ড).djvu/৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

छूश्कि ‘শেক্সপীয়র ঘদি শুধু সনেটগুলিই লিখতেন তৰু তিনি হতেন শেক্সপীয়র'—এমন একটা উক্তি নাকি শেক্সপীয়র-ভক্ত মহলে প্রচলিত । কিন্তু আমরা কে শেক্সপীয়র-ভক্ত নই—দু’একজন তলস্তয়-বার্নার্ডশ'কে বাদ দিলে ? তথাপি ভক্তির মাত্রা অত্যধিক না হলে আমরা মনে মনে বুঝি—এ উক্তিটা বহু পরিমাণে অত্যুক্তি। সনেটগুলি উৎকৃষ্ট রচনা। সেদিনে শেক্সপীয়র ব্যতীত আর কেউ তা লিখতে পারতেন না, ওয়াট, সারে, বেন জনসন কেন, মার্লো বা মিলটন কেউ না। জার, এদিনে ও-রচনা অসম্ভব—সে যুগই নেই। কিন্তু শুধু সনেটগুলি দিয়েই কি শেক্সপীয়র শেক্সপীয়র ?—নিশ্চয়ই না । অন্ততঃ আমাদের মত পাঠকরা তাতে নিঃসন্দেহ। সেরূপই আবার মানব—শেকসপিয়রের সনেটগুলিও শেকসপিয়রেরই লেখা *Tuz, wtori vēl writ" i "sp comotor a cqfd. Efa'–minor works of major writers—ছোট নয়। তার মধ্যেও বড়'র স্বাক্ষর অভ্রান্ত । সে স্বাক্ষর হয়তো অস্পষ্ট, কিম্বা প্রচ্ছন্ন—অদৃগু কালিতে লেখা , কিন্তু পাঠকের মনে তার স্পর্শ লাগে, আর সে স্পর্শ পেতেই তার আভাসও মনে সঞ্চারিত হয়, মন সকুতুহলী স্বীকার করে, "তুমিই। সাধারণের মধ্যেও তোমার অসাধারণত হারিয়ে যায় নি।" এসব লেখায় লেখকের পরিচয় প্রসারিত হয়ে যেতে ৰেতে তার শক্তির সীমাও যেমন প্রত্যক্ষ হয়ে ওঠে, তেমনি তার অপরাজেয়তাও অনস্বীকার্ষ হয়ে ওঠে, ছয়ে মিলে পাঠকের সঙ্গে লেখকের পরিচয় স্বস্থির এবং সম্পূর্ণ হয়। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আদর্শ হিন্দু হোটেল ( আশ্বিন, ১৩৪৭), ‘বিপিনের সংসার’ (প্রাবণ, ১৩৪৮) ও 'বেণীগীর ফুলবাড়ী’ (বৈশাখ, ১৩৪৮)–এ তিনখানা বই বিভূতিভূষণের শ্ৰেষ্ঠ কীতির মধ্যে গণ্য নয়,—এ সব দিয়েই বিভূতিভূষণ বিভূতিভূষণ, তা নয় ; কিন্তু এসব নিয়েই বিভূতিভূষণ বিভূতিভূষণ ; বিভূতিভূষণেরই তা রচনা, তার স্বষ্টিবৈশিষ্ট্যে চিহ্নিত। এসৰ লেখার মধ্য দিয়ে বিভূতিভূষণের পরিচয় কীতির একটি শৈলশৃঙ্গে কেজিত হয়ে নেই ; জগৎ ও জীবনের সমতল দেশে আলোছায়ার জাল বুনে ছড়িয়ে পড়তে চেয়েছে । অনেকটা দৈনন্দিন পরিচিত আলোর মত অলক্ষিত তার সহজ ঐ ॥ ( २ ) বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের মূল পরিচয় বাঙালি পাঠকদের নিকট স্ববিদিত। রচনাবলীর পূর্ব-পূর্ব খণ্ডে তা বিশ্বত হয়েছে, প্রতি খণ্ডের ভূমিকায় স্বৰোগ্য সমালোচকগণ নিজ নিজ আলোচনায় তা পরিস্ফুট করে তুলে ধরেছেন। এই ষষ্ঠ খণ্ডে সে সবের পুনরুল্লেখ অসম্ভৰ । কিন্তু এ খণ্ডের পাঠকের পক্ষেও সেই পরিচয় মনে রাখা প্রয়োজন। তার মূল স্বত্রগুলি তাই একBB BB DD BB BBDSDDD D DBBB BBB BBBDSuDB DB BBB BS