পাতা:বিভূতি রচনাবলী (ষষ্ঠ খণ্ড).djvu/৭১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রাণাঘাটের রেল-বাজারে বেচু চকত্তির হোটেল ষে রাণাঘাটের আদি ও অকৃত্রিম হিন্দুহোটেল এ-কথা হোটেলের সামনে বড় বড় অক্ষরে লেখা না থাকিলেও অনেকেই জানে। কয়েক বছরের মধ্যে রাণাঘাট রেল-বাজারের অসম্ভব রকমের উন্নতি হওয়ার সঙ্গে সঙ্গে হোটেলটির অবস্থা ফিরিয়া যায়। আজ দশ বৎসরের মধ্যে হোটেলের পাকা বাড়ী হইয়াছে, চারজন রস্বয়ে-বামুনে রান্না করিতে করিতে হিমশিম খাইয়া যায়, এমন খন্দেরের ভিড় । বেচু চকত্তি ( বয়স পঞ্চাশের ওপর, না-ফর্স না-কালো দোহার চেহারা, মাথায় কাচাপাক চুল ) হোটেলের সামনের ঘরে একটা তক্তপোশে কাঠের হাত-বাক্সের ওপর কচুয়ের তর দিয়া বসিয়া আছে। বেলা দশটা । বনগা লাইনের ট্রেন এইমাত্র আসিয়া দাড়াইয়াছে । কিছু কিছু প্যাসেঞ্চার বাহিরের গেট দিয়া রাস্তায় পড়িতে শুরু হইয়াছে । বেচু চকত্তির হোটেলের চাকর মতি রাস্তাব ধারে দাড়াইয়া হাকিতেছে—এই দিকে আস্বন বাবু, গরম ভাত তৈরি, মাছের ঝোল, ডাল, তরকারী ভাত—হিন্দু-হোটেল বাবু— দুইজন লোক বক্তৃতায় ভুলিয়া পাশের যদু বঁড়িয্যের হোটেলের লোকের সাদর আমন্ত্রণ উপেক্ষা করিয়া বেচু চকত্তির হোটেলেই চুকিল । –এই যে, বোচক। এখানে রাখুন। দাড়ান বাবু, টিকিট নিতে হবে এখানে—কোন, ক্লাসে খাবেন ? ফাস্ট ক্লাস না সেকেন ক্লাস—ফাস্ট ক্লাসে পাচ আনা, সেকেন ক্লাসে তিন আন— এ হোটেলের নিয়ম, পয়সা দিয়া বেচু চকত্তির নিকট হইতে টিকিট ( এক টুকরা সাদা কাগজে—নম্বর ও শ্রেণী লেখা ) কিনিয়া ভিতরে যাইতে হইবে । সেখানে একজন রম্বয়েবামুন বসিয়া আছে, খন্দেরের টিকিট লইয়া তাহাকে নির্দিষ্ট স্থানে বসাইয়া দিবার জন্ত । খাইবার জায়গা দরমার বেড়া দিয়া দুই ভাগ করা । এক দিকে ফাস্ট ক্লাস, অন্য দিকে সেকেন, ক্লাস। খদের খাইয়া চলিয়া গেলে এই সব টিকিট বেচু চকত্তির কাছে জমা দেওয়া হইবে— সেগুলি দেখিয়া তহবিল মিলানো ও উদ্বত্ত ভাত তরকারীর পরিমাণ তদারক হইবে, রম্বয়ে বামুনের চুরি করিতে না পারে। চাকর ভিতরে আসিয়া বলিল—মোটে চার জন লোক খন্দের । দু’জন ওদের ওখানে গেল । বেচু চকত্তি বলিল-ধাক গে। তুই আর একটু এগিয়ে যা—শাস্তিপুর আসবার সময় হ’ল। এই গাড়ীতে দু-পাঁচট খদের থাকেই । আর ভেতরে বামুনকে বলে আয়, শাস্তিপুর আসবার আগে ধেন আর ভাত না চড়ায় f এক ডেকচিতে এখন চলুক। এমন সময় হোটেলের ঝি পদ্ম ঘরে ঢুকিয়া বলিল—পয়সা দেও বাবু, দহ নে আসি । ८बहू बलिन-महे कि ३८१ ? পদ্ম হাসিয়া বলিল—একজন ফাস্টো কেলাসে খাবে। আমায় বলে পাঠিয়েছে । দুই চাই, পাকা কলা চাই— বেচু বলিল—কে বলতো ? খদের ?