পাতা:বিভূতি রচনাবলী (ষষ্ঠ খণ্ড).djvu/৭৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আদর্শ হিন্দু-হোটেল & দশটা খদের ফি দিন পাওয়া যেত—কি যে হয়েছে বাজারের অবস্থা— পদ্ম ঝি ভিতরে গিয়া রম্বয়ে-বামুনের নিকট হইতে টিকিট আনিয়া বলিল—শোনো মজা, ফাল্টে কেলাসের ভাল যা ছিল সব সাবড়ি । হাজারি ঠাকুরের কাও ! ইদিকে এই খন্ধের বাবুরা গিয়ে তাকে একেবারে স্বগ গে তুলে দিচ্ছে, তুমি হেনো রাধে, তুমি তেনে রাধো ব’লে —ষত অনাছিষ্টি কাও, ধা.দেখতে পারি নে তাই। এখন ডালের কি করবে বলো— —ডাল কতটা আছে দেখলি ? —লবডঙ্কা । আর মেরে-কেটে তিন জনের মত হবে— —ক’জনের মত ডাল দিইছিলি ? —দশ জনের মত মুগের ডাল আলাদা ফাস্টে কেলাসের মুড়িম্বন্টের জন্তে দিইছি—সেকেন কেলাসে ত্রিশ জনের মুহুরি-খেসারি মিশেল ডাল-- —হাজারি ঠাকুরকে ডেকে দে– পদ্ম কি হাজারি ঠাকুরকে সঙ্গে করিয়াই আনিল । লোকটার বয়স পয়তাল্লিশ-ছে’চল্লিশ, একহার চেহারা, রং কালো । দেখিলে মন হয় লোকটা নিপাট ভালমানুষ । বেচু চকত্তি বলিল—হাজারি ঠাকুর, ডাল কম হ’ল কি ক’রে ? হাজারি ঠাকুর বলিল—তা কি ক’রে বলবো বাৰু? রোজ যেমন ডাল খদেরদের দিই, তার বেশী তো দিই নি । কম হ’লে আমি কি করবো বলুন । পদ্ম ঝি ঝঙ্কার দিয়া বলিল --তোমার হাড়ে হাডে বদমাইশি ঠাকুর । আমি পষ্ট দেখেছি তুমি ওই খদের বাবুদের মুখে রান্নার স্বখ্যাতি শুনে তাদের পাতে উড়কি উড়কি মূডিঘণ্ট ঢালছো । পয়সা-কড়িও দিয়েছে বোধ হয় বকশিশ— হাজারি বলিল—বকশিশ এ হোটেলে কত পাই দেখছে তো পদ্মদিদি। একটা বিড়ি খেতে কেউ দ্যায়—আজ পাঁচ বছর এখানে আছি ? তুমি কেবল বকশিশ পেতে স্তাখে। আমাকে । পদ্ম বলিল—তুমি মুখে-মুখে তক্‌কো ক’রে না বলে দিচ্ছি। পদ্ম বি কাউকে ভয় ক’রে কথা বলবার মেয়ে নয়। ফাস্টো কেলাসের বাবুর পূজোর সময় তোমায় গেঞ্জি কিনে দেয় নি ? –ইস্—ভারী গেঞ্জি একটা–কিনে দিয়েছিল বুঝি, পুরনো গেঞ্জি— বেচু চকত্তি বলিল—যাও যাও, ঠাকুর, বাজে কথা নিয়ে বকো না । বেশী থদের আসে, ডালের দাম তোমার মাইনে থেকে কাটা যাবে। —কেন বাবু আমার কি দোষ হ’ল এতে। পদ্মদিদি আট জনের ডাল মেপে দিয়েছে, তাতে খেয়েছে এগারে জন— পদ্ম এবার হাজারি ঠাকুরের সামনে আসয়া হাত-মুখ নাড়িয়া চোখ পাকাইয়া বলিল— আট জনের ডাল মেপে দিইছি—নচ্ছার, বদমাইশ, গাজাখোর কোথাকার—দশ জনের দশের