পাতা:বিভূতি রচনাবলী (ষষ্ঠ খণ্ড).djvu/৯১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আদর্শ হিন্দুহোটেল Sల কুসুম বলিল- একটু কিছু মুখে না দিলে মেয়ের বাড়ী থেকে কি ক’রে উঠবেন ৰাবাঠাকুর, বস্থন জার একটু। আমি আসচি। কুস্কম এত দ্রুত ঘর হইতে বাহির হইয়া গেল, যে হাজারি ঠাকুর প্রতিবাদ করিবার অবসর পৰ্য্যন্ত পাইল না। একটু পরে কুস্কম ঘরের মধ্যে একখানা আসন আনিয়া পাতিল এবং মেজের উপর জলের হাত বুলাইয়া লইয়া আবার বাহিরে গেল। কিছুক্ষণ পরে একবাটি দ্বধ ও একখানা রেকাবিতে পেঁপে কাটা, আমের টিকৃলি ও দুটি সন্দেশ জানিয়া আসনের সামনে মেজের উপর রাখিয়া বলিল—একটু জল খান, বন্ধন এসে, আমি খাবার জল জানি । হাজারি আসনের উপর বসিল । কুস্কম ঝকঝকে করিয়া মাজা একটা কাচের গেলাসে জল জানিয়া রেকাবির পাশে রাখিয়া সামনে দাড়াইয়া রহিল। খাইতে খাইতে হাজারির মনে পড়িল সেদিনকার সেই মাংসের কথা । মেয়ের মত শ্নেহৰত্ব করে কুস্কম, তাহারই জন্য তুলিয়া রাখা মাংস কিনা খাওয়াইতে হইল চকত্তি মহাশয়ের গাজাখোর শালাকে দিয়া শুধু ওই পদ্ম বিয়ের জন্তে । দাসত্বের এই তো স্থখ ! হাজারি বলিল—তুই আমার মেয়ের মতন কুষম-মা। কুক্ষম হাসিয়া বলিল—মেয়ের মতন কেন বাবাঠাকুর, মেয়েই তো । —ঠিক, মেয়েই তো। মেয়ে না হোলে বাপের এত যত্ন কে করে ? —যত্ন আর কি করেচি, সে ভাগ্যি ভগবান কি আমায় দিয়েছেন ? একে কি যত্ন করা বলে ? কাথাখানা পেতে শুচ্চেন বাবাঠাকুর ? –তা শুচ্চি বই কি রে । রোজ তোর কথা মনে হয় শোবার সময় । মনে ভাবি কুস্থম এখানা দিয়েছে । ছেড়া মাছুরের কাটি ফুটে ফুটে পিঠে দাগ হয়ে গিয়েছিল। পেতে তয়ে বেঁচেছি । —আহা, কি ষে বলেন ! না, সন্দেশ দুটোই খেয়ে ফেলুন, পায়ে পড়ি। ও ফেলতে পারবেন না। —কুস্কম, তোর জন্তে না রেখে খেতে পারি কিছু মা ? ওটা তোর জন্তে রেখে দিলাম। কুস্কম লজ্জায় চুপ করিয়া রহিল। হাজারি আসন হইতে উঠিয়া পড়িলে বলিল-পান আনি, দাড়ান । তাহার পর সামনে দরজা পৰ্য্যন্ত আগাইয়া দিতে আসিয়া বলিল—আমার ও রুলি গাছ রইল তোলা আপনার জন্তে, বাবাঠাকুর । যখন দরকার হয়, মেয়ের কাছ থেকে নেবেন किछु ! সেদিন হোটেলে ফিরিয়া হাজারি" দেখিল, প্রায় পনেরো সের কি অtধ মণ ময়দা চাকর জার পদ্ম কি মিলিয়া মাখিতেছে। ব্যাপার কি ! এত লুচির ময়দা কে থাইবে ? : পদ্ম ঝি কথার সঙ্গে বেশ খানিকট বীজ মিশাইয়া বলিল—হাজারি ঠাকুর, তোমার স্বা বা রাখবার আগে সেরে নাও—তারপর এই লুচিগুলো ভেজে ফেলতে হবে। আচাৰ-পাড়ার