পাতা:বিভূতি রচনাবলী (সপ্তম খণ্ড).djvu/১০২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দুপুরে দিবানিজা দিবেন, তারপর বিকালের দিকে উঠিয়া তাহার এক বন্ধুর বাড়ী আছে মলঙ্গা লেনে, সেখানে সন্ধ্যার পূর্ব পর্য্যস্ত দাবা খেলিবেন । মুক্তি। • এই সময় শ্ৰীশবাবু ও মি: আলম একসঙ্গে গেটের কাছে আসিয়া দাড়াইতে ছেলেরা তাহাঙ্গের ঘিরিয়া দাড়াইল। আজ রামতারক মিত্র গ্রেপ্তার হওয়ার দরুন—দেশবিখ্যাত নেতা রামতারক মিত্ৰ—কলিকাতার সমগ্র ছাত্রসমাজে দারুণ চাঞ্চল্য দেখা দিয়াছে, স্কুল-কলেজের ছাত্রদল মিলিয়া বিরাট শোভাযাত্রা বাহির করিবে ও-বেলা । মিঃ আলম বলিলেন, আমাদের যেতে হবেই। আর তোমাদেরও বলি, আমি চাই না যে, এ স্কুলের ছাত্রের কোন পলিটিক্যাল আন্দোলনে যোগ দেয়। চলুন যদুবাৰু, শ্ৰীশবাবু— যন্থবাৰু মনে মনে ভাবিলেন, গিয়ে সইটা করেই ছুটি, কেউ আসছে না স্কুলে। হেডমাস্টার স্ট্রাইকের কথা জানিতেন না। তিনি সকালে উঠিয়া খয়রাগড়ের রাজবাড়ীতে টুইশানিতে গিয়াছিলেন, ফিরিয়া সব শুনিলেন। নিজে গেটে দাড়াইয়া ছেলেদের বুঝাইবার চেষ্টা করিলেন অনেক—র্তাহার কথা কেহ শুনিল না। টীচার্স-রুমে বসিয়া বসিয়া মাস্টারেরা উৎফুল্প হইয়া উঠিল। যন্ধুবাবু বলিলেন, হ্যা, শুনছে আজ ক্লার্কওয়েল সাহেবের কথা ! তুমিও যেমন ! কোথায় রামতারক মিত্তির—অত বড় লীডার আয় কোথায় ক্লার্কওয়েল—ফোতে স্কুলের ফোতো হেডমাস্টার ! কিণ্ড মাস্টারদের আশা পূর্ণ হইল না। একটু পরেই হেডমাস্টারের স্লিপ লইয়া মথুরা চাপরাসী আসিল, নীচু দিকের ক্লাসে ছোট ছোট ছেলেরা অনেক সকালেই আসে—বিশেষত তাহারা দেশনেতা রামতারক মিত্রের বিরাট ব্যক্তিত্বের বিষয়ে কিছুই জানে না ; স্বতরাং মাস্টার ও অভিভাবকের ভয়ে যথারীতি ক্লাসে আসিয়াছে। তাহীদের লইয়া ক্লাস করিতে হইবে। উপরের দিকের ক্লাসের মাস্টার র্যাহারা, এ আদেশে তাহীদের কোন অসুবিধা হইল না , কেন না, উপরের কোন ক্লাসে একটি ছাত্রও আসে নাই। ধরা পড়িয়া গেলেন শ্ৰীশবাবু প্রভৃতি, ধাহাজের প্রথম ঘটায় নীচুর দিকে ক্লাস আছে। ঘন্ধুবাবু চতুর্থ শ্রেণীতে ঢুকিয়া দেখিলেন, জন পাঁচ-ছয় ছোট ছেলে বসিয়া আছে। ওপাশে ক্লাস লেভেন্‌-এ জনপ্রাণীও আসে নাই, সুতরাং প্রথম ঘণ্টার শিক্ষক হেডপণ্ডিত দিব্য উপরের ঘরে বসিয়া আড্ডা দিতেছেন, অথচ তাহাররাগে দুঃখে যদুবাবু ধপ, করিয়া চেয়ারে বসিয়া কটমট করিয়া চারিদিকে চাহিলেন। এই হতভাগাগুলোর জন্যই এই শাস্তি—যদি এই বদমাইসগুলা না আসিত, তবে আজ তাহার দিবানিজা রোধ করে কে ? কড়া বাজখাই স্বরে স্থাকিলেন, আজ পুরনো পড়া ধরব-নিয়ে আয় বই–ছাল তুলব মাজ পিঠের দি পড়া ठैिकभ७ मा ब्राहेছোট ছোট ছেলেরা তাহার রাগের কারণ ঠাহর করিতে না পারিয়া গা টেপাটিপি করিতে