পাতা:বিভূতি রচনাবলী (সপ্তম খণ্ড).djvu/১০৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অনুবৰ্ত্তন סס —হেডমিস্ট্রেস কে ? —আমাদের সময়ে ছিলেন মিস স্বকুমারী দত্ত বি-এ, বি-টি। এখন কে এসেছেন खोनि ८म । বা রে, মেয়েটি ‘বি-টি'র খবর পর্য্যন্ত রাখে। স্কুলমাস্টার ক্ষেত্রবাৰু প্রশংসায় বিগলিত হইয়া উঠিলেন মনে মনে। খেন কোনও অদৃষ্টপূর্ব কিছু দেখিতেছেন। বেশ মেয়েটি তো ? —আপনাদের স্কুলে পুরুষমানুষ টীচার নেই বুঝি ? -ডাকতাম । - —পড়ানো বেশ ভাল হত স্কুলে ? অঙ্ক কষতেন কে –ক্ষেত্রবাবু এবার কথা কহিবার বিষয় খুজিয়া পাইয়াছেন । —নীহার-লি-মিল নীহার তালুকদার, ওঁর। ব্রাহ্ম। বt:, মেয়েটি ব্রাহ্মদের খবরও রাখে ! এত বাহিরের খবর-জানা মেয়ে সাধারণ গৃহস্থঘরে বড় একটা দেখা যায় না, অন্তত ক্ষেত্রবাৰু তো দেখেন নাই। ইচ্ছা হইল, খানিকক্ষণ মেয়েটির সঙ্গে গল্প করেন ; কিন্তু সাহসে কুলাইল না। কে কী মনে করিতে পারে! পরদিন বৈকালে ক্ষেত্রবাবুর বউদিদি বলিলেন, শশীবাবুদের বাসায় তোমার আর ওঁর নেমন্তম । - ক্ষেত্রবাৰু জিজ্ঞাসা করিলেন, শশীবাবু কে ? সেই তারা ? বউনিদি হাসিমুখে বলিলেন, হ্যা গো, সেই তারাই তো। —সেখানে কি যাওয়া উচিত হবে ? —কেন ? -একটা আশা দেওয়া হবে, কিন্তু— –কিন্তু কী ? তুমি বিয়ে করবে কি না, এই তো ? —ই্যা—তা—সেই রকমই ভাবছিলাম— —কেন, মেয়ে পছন্দ হয় নি ? ক্ষেত্রবাৰু আকাশ হইতে পড়িলেন। তিনি তখনই ব্যাপারটা আগাগোড়া কিয়৷ ফেলিলেন। বউদিদির ষড়যন্ত্র। তাহা হইলে শশীবাবুদের বাসার সেই মেয়েটি ! হাসিয়া বলিলেন, সব আপনার কারসাজি। - তখন তো ভাবি নি যে, ওই মেয়ে! ও ! —মেয়ে খারাপ ? ক্ষেত্রবাবু দেখিলেন, হঠাৎ নিজেকে অত্যন্ত খেলো করিয়া লাভ নাই, ওজনে ভারী থাকা মন্স নয়। বলিলেন, মেয়ে ধ্যা—ন, তা খারাপ নয়। তবে ‘আহা মরিও কিছু নয়। —মনের কথা বলছ ঠাকুরপো ? সত্যি বল, তোমার পছন্দ হয় নি ? আনিলার কিন্তু তোমাকে পছন্দ হয়েছে । - - ক্ষেত্রবাবুর সতর্কতার বাধ হঠাৎ ডাড়িয়া গেল। তিনি তাড়াতাড়ি আগ্রহপূর্ণ কণ্ঠে