পাতা:বিভূতি রচনাবলী (সপ্তম খণ্ড).djvu/১১০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিভূতি-রচনাবলী যাইবার পূর্বদিন পুনরায় শশীবাবুর বাড়ী তাহার নিমন্ত্রণ হইল। এ দিন কিন্তু ক্ষেত্রবাবুর উংস্থক দৃষ্টি চারিদিক খুজিয়াও মেয়েটির টিকি দেখিতে পাইল না। বার্ষিক পরীক্ষা চলিতেছে। হেডমাস্টারের তাড়নায় মাস্টারেরা অতিষ্ঠ। বড় হলে যদুবাৰু ও শরৎবাৰু পাহার দিতেছেন, হঠাৎ মিঃ আলম তদারক করিতে আসিয়া ধরিয়া ফেলিলেন, দুইজন ছাত্র টোকাটুকি করিতেছে। মিঃ আলম বলিলেন, আপনারা কী দেখছেন যদুবাৰু! কত ছেলে টুকছে— যদুবাৰু দেখিতেছিলেন না সত্যই—এ স্কুলে উনিশ বৎসর হইয়া গেল তাহার। সাহেব আসিবার অনেক আগে হইতে এখানে চুকিয়াছেন। নতুন মাস্টার যাহারা, খুব উৎসাহের সঙ্গে এদিক ওদিক ঘোরাঘুরি করে, তাহার সে বয়স পার হইয়া গিয়াছে। তিনি চেয়ারে বসিয়া চুলিতেছিলেন। - সাহেবের টেবিলের সামনে দাড়াইতে হইল দুইজনকেই। সাহেব ভ্র কুঞ্চিত করিয়া ছুইজনের দিকে চাহিলেন। - —কী যদুবাৰু, আপনার হলে এই দুজন ছাত্র টুকছিল—আপনি দেখেন না, আপনাদের কৈফিয়ত কী ? —দেখছিলাম স্যার । —দেখলে এ রকম হল কেন ? --ছেলেরা বড় দুষ্ট স্যার –কী ভাবে যে টোকে— —চেয়ারে বসে পাহারা দেওয়ায় কাজ হয় না। বিশেষ করে যদুবাবু, আপনার আর মনোযোগ নেই স্কুলের কাজে, অনেকদিন থেকে লক্ষ্য করছি। এ স্কুলে আপনার আর পোষাবে না। যদুবাৰু চুপ করিয়া রহিলেন। —আর শরৎবাবু, আপনি নতুন এসেছেন, আজ হু বছর। কিন্তু এখনি এমনি গাফিলতি কাজের, এর পরে কী করবেন ? আপনাদের দ্বারা স্কুলের কাজ আর চলবে না। এখন যান আপনারা, ছুটির পরে একবার আমার সঙ্গে দেখা করবেন। যদুবাৰু রাগ করিয়া হলে ঢুকিয়া প্রত্যেক ছাত্রের পকেট থানাতল্লাশ করিলেন, ফলে প্রকাশ পাইল (১) থার্ড ক্লাসের এক ছেলের পকেট হইতে একখানা ইতিহাসের বইয়ের পাতা, (২) ক্লাসের আর একটি ছেলের ক্টোচায় লুকানো একখানি আস্ত ইতিহাসের বই, (৩) নারাণবাৰুর ছাত্র চুনির খাতার মধ্যে চার-পাঁচখানা কাগজে নানারূপ নোট লেখা, (৪) সেভেনথ, ক্লাসের একটি ছেলের ডেস্ক হইতে দুইখানি বই—একখানি ইংরেজী ইতিহাৎসর বই (এবেলা আছে ইতিহাসের পরীক্ষা), আর একখানি হইল ভূগোল, যাহার পরীক্ষা ওবেলা আছে। বোঝা গেল, ইতিহাসের বই হইতে কিছু আগেও সে টুকিতেছিল। সব কয়জনকে হেডমাস্টারের কাছে হাজির করা হইল। লাহেবের হুকুমে তাহাঙ্গের