পাতা:বিভূতি রচনাবলী (সপ্তম খণ্ড).djvu/১১৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অনুবর্তন ছাত্রবৃত্তি পরীক্ষাতে ব্যাকরণে ফাস্ট হই, আবার মেডেল আছে, দেখাব। —বলেন কী ! —সত্যি। আপনি আমার বাসায় কবে আসচেন বলুন, দেখাব। —না, দেখাতে হবে কেন ! আপনি কি আর মিথ্যে বলছেন । —সে দিন অমনি এক স্কুলের হেডমাস্টার বললে—মশাই, আপনার বই পুরনো মেথডে লেখা। ও এখন আর চলে না। এখন নতুন অথর বেরিয়েচে, তাদের বইয়ের ছাপ, ছবি, কাগজ অনেক ভাল। আপনার বই আজকাল ছেলেরাই পছন্দ করে না। শুনলেন । আরে, রাখাল মিত্তিরের বই পড়ে কত অথর স্বষ্টি হয়েচে । অথর! আমাকে এসেছেন মেথড শেখাতে। পয়সা হাতে পাই তো ভাল ছাপা ছবি আমিও করতে পারি। কিন্তু কী করব, খেতেই পাই নে, চলেই না। বুড়ো বয়সে লোকের দোরে দোরে ঘুরে বই কথানা ধরাষ্ট, তাতেই কোন রকমে—ছেলেটা আজ যদি মরে না যেত, তবে এত ইয়ে হত না। ধরুন,পচিশ বছরের জোয়ান ছেলে, আজ বাচলে চৌত্রিশ বছর বয়স হত । আমার ভাবনা কী ? —আচ্ছা, আমি দেখব চেষ্টা করে। এখন উঠি রাখালবাবু, রাত অনেক হল। - এই শুনুন, নব ব্যাকরণ-স্বধা প্রথম ভাগ—ফোর্থ ক্লাসের জন্যে । নব ব্যাকরণ-মুধা দ্বিতীয় ভাগ থার্ড ক্লাসের উপযুক্ত, অার এবার নতুন একখানা বাংলা রচনা লিখেছি, রচনাদর্শ প্রথম ও দ্বিতীয় ভাগ । খুব ভাল বই, পড়ে দেখবেন । সব রকমের রচনা আছে তাতে । কী ভাষা । ব্যাটার সব বই লিখেছে, রচনা হয় কারও ? কোনও ব্যাট বাংল৷ সেপ্টেন্স, শুদ্ধ করে লিখতে জানে ? নিয়ে আস্থন রই, আমি পাতায় পাতায় ভুল বের করে দেবএকবার ছাত্রবৃত্তি পরীক্ষায় ‘কৃৎ প্রত্যয়ের—চললেন যে, ও ক্ষেত্রবাবু, আচ্ছা। তাহলে শনিবারে বই নিয়ে যাব, শুকুন—মনে থাকবে তো ? দেবেন একটু বলে হেডমাস্টারকে । আর শুচুন, বাংলা রচনাও একখানা নিয়ে যাব—যাতে হয়, একটু দেবেন বলে—নমস্কার— ক্ষেত্রবাবু শেষের কথাগুলি ভাল শুনিতে পাইলেন না, তখন তিনি একটু দূরে গিয়া পড়িয়াছেন । - বাসায় অনিল তাহার ভাত ঢাকা দিয়া ঘুমাইয়া পড়িয়াছে। ক্ষেত্রবাৰু ভাবেন, ছেলেমাহুষ - এত রাত পর্যস্ত জাগিয়া থাকার অভ্যাস নাই, সারাদিন খাটিয়া বেড়ায়। স্ত্রীকে ডাক দেন। অনিল ধড়মড় করিয়া উঠিয়া বসে, স্বামীকে দেখিয়া অপ্রতিভ হয়! বলে, এত রাত আজ ? —বুমুচ্ছিলে বুঝি ? অনিল হাসিয়া বলিল, হ্যা, খোকাখুকীদের খাইয়ে দলাম, তারপর একখানা বই পড়তে পড়তে কখন ঘুম এসে গিয়েছে – । e ক্ষেত্রবাৰু আহারাদি করিলেন। অনিলা বলিল, ধ্যাগ, রাগ কর নি “তে, খুমুছিলাম বলে ? - —বাঃ, বেশ । রাগ করব কেন ?