পাতা:বিভূতি রচনাবলী (সপ্তম খণ্ড).djvu/১৬০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিভূতি-রচনাবলী পারি নে-বুড়ো মানুষ, কত কষ্টে যে ঠেলেস্ট্রলে উঠলাম ! —স্কুল বন্ধ হলে যে বাচি। সাহেবকে সবাই মিলে বলা যাক, স্কুল বন্ধ করবার জন্তে । সারারাত্রি ধরিয়া গাড়ীৰোড়ার শব্দ শুনিয়া যছবাৰু বিশেষ নাৰ্তাস’ হইয়া উঠিয়াছিলেন। পাড়াহুদ্ধ লোক বিছানা-র্বোচক বাধিয়া হয় হাওড়া, নয় শেয়ালদহ স্টেশনে ছুটিতেছে। কে ৰলিতেছিল, ঘোড়ার গাড়ীর ভাড়া অসম্ভব ধরনে বৃদ্ধি পাইতেছে। জ্যোতিবিনোদ বলিল, কোন ভয় নেই দাদা। বোচক মাথায় নিয়ে ঠেলে উঠব ইক্টিশানে -ञांशद्रा यां७ॉल शांष्ट्रय, किहू भांनि cन । ক্ষেত্রবাবু বলিলেন, আস্সিংডিই চলে মাই ভাবছি, ভাঙা ঘরে গিয়ে আপাতত উঠি । এখানে থাকলে এর পরে আর বেরুতে পারব না। বন্ধুবাবু সভয়ে বলিলেন, তাই তো, কী যে করি উপায় ! —কালই সাহেবকে গিয়ে আগে ধরা যাক, স্কুল বন্ধ,করে দেওয়া হোক। ক্ষেত্রবাৰু চায়ের দোকান হইতে বাহির হইয়া ধর্মতলার মোড়ে আসিলেন। দাড়াইয়া থাকিতে থাকিতে ছুই-তিনখানি ঘোড়ার গাড়ী ছাদের উপর বিছানার মোট চাপাইয়া শেয়ালদহ স্টেশনের দিকে চলিয়। গেল। ক্ষেত্রবাবু চিন্তিত হইয়া পড়িলেন—আস্সিংড়ি গ্রামে বাইবেন বটে, কিন্তু সেখানে বাড়ীম্বরের অবস্থা কী রকম আছে, তাহার ঠিক নাই। আজ পাচছয় বছর পূৰ্ব্বে নিভাননী বাচিয়া থাকিতে সেই একবার গিয়াছিলেন, তাহার পর আর যাওয়া ঘটে নাই। কোন খবরও লওয়া হয় নাই, কারণ এতদিন প্রয়োজন ছিল না । একটিমাত্র টুইশানি অবশিষ্ট ছিল, সেখানে গিয়া দেখা গেল, আজ বৈকালে তাহারাও দেশে চলিয়া গিয়াছে। বাড়ীর কৰ্ত্ত আপিসে চাকরি করেন। বলিলেন, মাস্টার মশায়, আপনার এ মাসের মাইনেটা আর এখন দিতে পারছি নে—খরচপত্র অনেক হয়ে গেল কিনা ! জানুয়ারি মাসে শোধ করব । —আমায় না দিলে হবে না বোস মশায়, ফ্যামিলি আমাকে দেশে নিয়ে যেতে হবে—ত তো বুঝতে পারছি। কিন্তু এখন কিছু হবে না। ক্ষেত্রবাবুর রাগ হইল । এখানে দুই মাসের কমে এক মাসের মাহিনা কোনদিনই দেয় না—তাও আজ পাচ টাকা, কাল দুই টাকা। নিতান্ত নিরুপায় বলিয়াই লাগিয়া থাকা । কিন্তু এই বিপদের সময় এত অবিবেচনার কাজ করিতে দেখিলে মাচুষের মনে মনুস্তুত্ব সম্বন্ধে সন্দেহ উপস্থিত হয়। - ক্ষেত্ৰৰাৰু বলিলেন, না বোস মশায়, এ সময় আমায় দিতেই হবে। ছমাস ধরে ছাত্র পড়ালাম, ছেলে ক্লাসে উঠল। এখন বলছেন, আমার মাইনে দেবেন না। তা হয় ন!— বস্তু মহাশয়৪ চটিয়া উঠিয়া বলিলেন, মশাই, এত কাল তো পড়িয়েচেন-মাইনে পাননি কখনও বলতে পারেন কি ? যদি এ মাসটাতে ঠিক সময়ে নাই দিতে পারি— —ঠিক সময়ে কোনদিনই দেন নি বোস মশায়, ভেবে দেখুন। তাগাদা না করলে কোন মাসেই দেন লি ।