পাতা:বিভূতি রচনাবলী (সপ্তম খণ্ড).djvu/১৬৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অনুবর্তন উপর ঝুঁকিয়া পড়িয়া খবরের কাগজ পড়িতে গেলেন । সমবেত শিক্ষকদের মধ্যে একটা গুঞ্জনধ্বনি উখিত হইল । —তাই তো ! —তাই তো ! —দেখ না ভায়া কাগজটা । —সিঙ্গাপুর বিপন্ন । —ব্যাপার কি ? সাহেব কাগজ হাতে তুলিয়া পডিয়া ঈষৎ হাসিয়া বলিলেন, বাজে গুঞ্জৰ। সিঙ্গাপুর পৃথিবীর মধ্যে সৰ্ব্বাপেক্ষা দুর্তেম্ভ। মি: আলম বলিলেন, বাজে গুজব—হেঁ:– সাহেব তাচ্ছিল্যের সঙ্গে কাগজখানা একদিকে সরাইয়া বলিলেন, যাক এসব ! তা হলে বাড়ী বাড়ী ক্যানভাসিংয়ের জন্যে 'কে কে রাজী আছেন বলুন । সকলের সাহায্যই আমি চাই ) যদুবাৰু? ক্ষেত্রবাৰু? মিঃ আলম । ইহার। সকলেই দাড়াইয়া উঠিয়া সম্মতি জ্ঞাপন করিলেন। ক্লার্কওয়েল সাহেবের স্কুলের ডিসিপ্লিন পুনরায় প্রতিষ্ঠিত হইল। জাপানী বোমার হজগে পড়িয়া সে কঠোর ডিসিপ্লিনের ভিত্তি সামান্য একটু নড়িয়া উঠিয়াছিল মাত্র—তাহাও অতি অল্পক্ষণের জন্য । হেডপত্তিত বলিলেন, স্তার, ছুটি কদিন হচ্চে ? সাহেব গম্ভীরস্বরে বলিলেন, পাণ্ডিট, ছুটি বেশী দিন দিতে চাই না। দোসর জানুয়ারি খুলবে। কিন্তু তার আগে ক্যানভালিং কববার জন্যে চার-পাচজন টীচারকে এখানে থাকতে হবে। আমি তাদের নামে সারকুলার করব । ক্ষেত্রবাবু বলিলেন, আমাদের মাইনেটা স্তার— —স্কুল খুললে দেওয়া হবে। বন্ধুবাবু মুখ কাচুমাচু করিয়া বলিলেন, কিছু না দিলে তাঁর আমরা দাড়াই কোথায় ? হাতে কিছু নেই— —ষার না পোষাবে, তিনি চলে যেতে পারেন—মাই গেটু— বহুবাৰু শিক্ষক কর্তৃক তিরস্থত স্থলের ছাত্রের মত ঘাড় নীচু করিয়া পুনরায় আসনে বসিয়া পড়িলেন ! o হেডমাস্টার বলিলেন, আমি ছুটির কদিন মিঃ আলম, রামেন্দুবাৰু আর ক্ষেত্রবাবুকে চাই। উারা রোজ আসবেন আপিসে। নতুন বছরের রুটিনে অনেক অদলবদল করতে হবে। সিলেবাস তৈরি করতে হবে প্রত্যেক ক্লাসের। আপনারা তিন জন আমাকে সাহায্য করবেন। पछ्वांदू ? - বন্ধুবাবু আবার দাড়াইয়া উঠিলেন।