পাতা:বিভূতি রচনাবলী (সপ্তম খণ্ড).djvu/১৭৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিভূতি-রচনাবলী

কি কোন রকমে ? জাপানী বোমা ! জিনিসপত্র রিকশায় বোঝাই দিয়া মলঙ্গা লেন হইতে সেন্টাল র্যাভেনিউতে পড়িয়া ৰউবাজার দিয়া হাওড়ার পুলের দিকে চলিলেন। একটু একটু ফরসা হইয়াছে। পুল নিধিয়ে পার হইয়া গেল, অত ভোরেও দলে দলে ছ্যাকরা গাড়ী, মোটর, রিকৃশা, ঠ্যালাগাড়ী, মোট-মাথায় মুটে, পথচারীর দল চলিয়াছে পুল বাহিয়া। যন্ধুবাবু নিজের চোখকে বিশ্বাস করিতে পারিলেন না, তবে কি পুল পার হইতে পারিয়াছেন সত্যই ? বোধ হয় এস্বাত্রা তবে রক্ষা পাইয়া গেলেন। - স্টেশনে লোকে লোকারণ্য অত সকালেও। বউ-কি, ছেলে-মেয়ে, লটবহর, মুটে, বিছানা, ধামা, ট্রাঙ্ক, ওড়ের ভাড়, তেলের টিন, ছাতালাঠির বাণ্ডিল, চ্যা-ভঁ্যা, হৈ-চৈ । টিকিট কাটিতে গিয়া দেখিলেন, টিকিটের জানালা খোলে নাই। অথচ সেখানে সার বাধিয়া লোক দাড়াইয়। গেটে ঢুকিবার উপায় নাই, পিষিয়া'তালগোল পাকাইয়া কোন রকমে প্ল্যাটফর্মে ঢুকিলেন। গাড়ির দরজায় চাৰি—লোকজন জানাল দিয়া লাফাইয়া ডিঙাইয়া কামরার মধ্যে ঢুকিতেছে। যন্ধুবাবু এক ভদ্রলোককে বলিলেন, মশায় একটু দয়া করে যদি সাহায্য করেন মেয়েদের। যদুবাবুর ীি বসিবার জায়গা পাইলেন, কিন্তু তিনি নিজে অতি কষ্ট্রে দাড়াইবার স্থানটুকু পাইলেন। এই সময় যদুবাবুর স্ত্রী বলিলেন, ওগো, সেই ছোট বালতিটা ? সেটা সেই টিকিট ঘরের সামনে—সেখানেই পড়ে আছে— সৰ্ব্বনাশ! যছবাবু আমনি ছুটিলেন। আছে, ঠিক আছে। বালতিটা কেহই লয় মাই। ডিড়ের মধ্যে জিনিসপত্র চুরি যায় না। কাছে কাছে সৰ্ব্বদাই লোক। সকলেই ভাবে, তাহার মধ্যে কাহারও জিনিস । গেটে পুনরায় ঢুকিবার সময় বেজায় ভিড়। সারি সারি মুটে মোটখাট মাথায় দাড়াইয়া, পিছনে বউ ঝি, ছেলে মেয়ে, পুরুষ। গেট আবার বন্ধ করিয়া দিয়াছে। একটু পরে কেন যে হঠাৎ গেট খুলিল, তাহ কেহ বলিতে পারে না। নরনারীর দল ধীর মন্থর গতিতে গেটের দিকে অগ্রসর হইতে লাগিল। একটি অল্পবয়সী বধু দুই হাতে দুইটি ভারী পোটল ঝুলাইয়া ভিড়ে পিষিয়া যাইতেছে। বন্ধুবাবুর মনে সেবা-প্রবৃত্তি জাগিল। আহা, কতটুকু মেয়ে, এই ভিড় সদ্ধ করা কি ওদের কাজ ? দুবাৰু গিয়া বলিলেন, মা, আপনার পুটুলিটা দিন আমার एां८ड- - বউটিকে সামনে দিয়া হাত দিয়া প্রায় বেড়িয়া ভিড়ের সংস্পর্শ হইতে বাচাইয়া, তাহাকে গেট পার করিয়া দিলেন। বউটর সঙ্গে উনিশ-কুড়ি বছরের ছোকরা, তাহার দুই হাতে ছুইটি ভারী ট্রাঙ্ক। লে বন্ধুবাবুকে বলিল, স্যার, আপনি কোন গাড়ীতে যাবেন ? শেওড়াফুলি । उ शक्ज ७क शांघ्नौtउहे

বহুবাৰু বন্ধটিকে অনেক কষ্ট্রে স্ত্রীর পাশে একটু জায়গা করিয়া বসাইয়া দিলেন।