পাতা:বিভূতি রচনাবলী (সপ্তম খণ্ড).djvu/২১৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ગ ૦૨ বিভূতি-রচনাবলী কৃষ্ণলাল পড়িল মহা বিপদে একে খাইবার পয়সা নাই—তাহার উপর মাথা গুজিবার যে জায়গাটুকু ছিল, তাহাও তো আর থাকে না। তিনদিন কাটিয়া গেল, দু’একটি পূর্বপরিচিত বন্ধুর নিকট হইতে চাহিয়া-চিন্তিয়া দু’চার আনা ধার লইয়া পাইস হোটেলের ডালভাতে কোনোরকমে ক্ষুধানিবৃত্তি করিয়া এই তিনদিন কাটাইল। কিন্তু তিনদিন পরে তাহার সত্যই অনাহার শুরু হইল। দু' পয়সার ছাতু বা মুড়ি সারাদিনে—শুধু ছাতু, একটু গুড় বা চিনি জোটে না তাহার সঙ্গে । তাহার পর পেট পুরিয়া জল, কলের নির্মল 96 | মেসে ম্যানেজার আবার ডাক দিলেন। বলিলেন–কিছু হ’ল ? – আঞ্জে এখনো—এই ভাবচি— —আমার লোক এসে গিয়েচে-কাল মাসের পয়লা । দু’মাসের ভাড়া পকেট থেকে দিয়েচি–এ মাসের ও দিতে হবে । আমিও ছা-পোষা মানুষ মশাই—কত লোকসান হজম করি বলুন ? আপনি জিনিসপত্তর নিয়ে চলে যান— আমার ভাড়ার দরকার নেই। পরদিন সকালেই জিনিসপত্র সমেত ( একটা টিনের ট্রাঙ্ক ও একটি ময়লা বিছানা ) কৃষ্ণলালকে পথে দাড়াইতে হইল। বর্ষাকাল। জিনিসপত্র রাথিবীর মত জায়গা কোথায় পাওয়া যায় ? গোলাপী অনেকবার মেসে খবর লইয়াছে—মধ্যে একদিন দু’ঘণ্টা মেসের BBBB BBBBB ggtG gg ggDD gBBB SBBB BBBB BBB BBS BB কুচরিত্রা স্ত্রীলোক ঢুকিতে দিবে না )—কৃষ্ণলাল দূর হইতে দেখিয়া সরিয়া পড়িয়াছিল । এখন গোলাপীর বাড়ী গেলে সে কান্নাকাটি করিবে, আটকাইয়া রাখিতে চাহিবে। নতুবা সেখানে জিনিসপত্র রাখা চলিত । মেস হইতে কিছু দূরে বড় রাস্তার উপর একটা চায়ের দোকানের মালিকের সঙ্গে কৃষ্ণলালের পরিচয় ছিল । বলিয়া কহিয়া সেখানে কৃষ্ণলাল জিনিসপত্র আপাতত রাখিয়া দিল। তাহার পর উদেখহীন ভাবে ঘুরিতে ঘুরিতে হঠাৎ দেখিল সে গঙ্গার ধারে আহিরিটোলার স্ট্রীমারঘাটে আসিয়া পড়িয়াছে । সকাল হইতে কিছু খাওয়া হয় নাই। ঘাটের ধারে একটা গাছতলায় হিন্দুস্থানী ফিরিওয়ালা ভুট্রা পোড়াইতেছে। কৃষ্ণলাল এক পয়সার ভুট্রা কিনিয়া জলের ধারে বসিয়া সেটি পরম তৃপ্তির সহিত খাইল । একটা বিড়ি পাইলে হইত এই সময়। o এই সময় একটি ছোকরা ব্যাগহাতে আসিয় তাহার পাশে ব্যাগটি নামাইয়৷ পকেট হইতে ঝাড়ন বাহির করিয়া লিমেণ্ট বাধানো রানার উপর পাতিল । বসিতে যাইবে এমন সময় ছোকর। হঠাৎ পকেটে হাত দিয়া কি দেখিয়৷ একবার চারিদিকে চাহিল এবং কাছেই কৃষ্ণলীলকে দেখিয়া বলিল—একটু দয়া করে ব্যাগটা দেখবেন ? এক পয়সার বিড়ি কিনে আনি— 醫 বিড়ি কিনিয়া আনিয়। সে কৃষ্ণলালকে একুটি বিড়ি দিল। কৃষ্ণলাল আগেই আন্দাজ