পাতা:বিভূতি রচনাবলী (সপ্তম খণ্ড).djvu/২৩৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নবাগত &s ● ঠ্যাঙ ভেঙে দেবে। যদি ওর কাছে যাৰি— বেলা দুপুরের পরে সে ভীষণ জরে বিকেল পৰ্য্যস্ত আম্বোরে বেছ শ হয়ে পড়ে রইল— কখন যে এ বাড়ীর লোকে খাওয়া দাওয়া করেচে তা সে কিছুই জানে না। যখন তার খানিকটা জ্ঞান হ’ল, তখন ভাত্র মাসের রোদ প্রায় রাঙা হয়ে উঠোনের আম গাছটা, বাশঝাড়গুলোর আগায় উঠে গিয়েচে । মুখের কাথাটা খুলে দিয়েই ও চি চি ক’রে প্রথমেই ডাকলে—ও পিনটু, পিনটু— পিনটু কোথা থেকে ছুটে এসে বল্লে—কি ঠামা ? —আমার জন্তি সেই পেয়ারা এনেলি ? . --न ठांश1 ।। —আনিস নি ? ছেলেমানুষ ভুলে গিয়েচিম । বোস এখানে । কিন্তু পিনটু বসতে ভরসা পায় না, মা দেখতে পেলে মার খেতে হবে। সে আনমনে খেলা করতে করতে অন্যদিকে চলে গেল। একটু পরে নিস্তারিণী আবার ডাকলে—ও ছোট বেী—ছোট বেী— কেউ উত্তর দিল না, কারণ এ সময়ে বাড়ীতে কেউ থাকে না । আরও দু’বার ডাক দিয়ে নিস্তারিণী অবসন্ন হয়ে পড়লো, তার বেশি চেচামেচি করবাব ক্ষমতা নেই। বেশ খানিকক্ষণ পরে নিৰ্ম্মলার মেয়ে তারা এসে বল্লে—ই জ্যাঠাইম ডাকছিলে ? নিস্তারিণী চি চি করতে করতে বল্লে—কাত রে কাতরে মরে গেলাম। তা যদি তোমাদের একজনও উত্তর দেবে। একজন এমন রুগী বাড়ীতে রয়েচে–বোস এখানে একটু— তার ওর মায়ের মত ছিপছিপে গড়নের মুন্দরী বালিকা। নতুন বিয়ের কনে, পাশেই শ্বশুরবাড়ী। নবীন যুগীর ছেলে অভিলাষ তার স্বামী। এই মাত্র শ্বশুরবাড়ী থেকেই আসছে। আসবার কারণ অন্য কিছু নয়। অভিলার্ধ এখুনি গরম মুড়কি মেখেচে, বালিকা স্ত্রীকে আদর করে বলেচে, তোদের বাড়ী থেকে ধামি নিয়ে আয় মুড়কি খেতে দেবো। এই জন্যেই তার আগমন। রোগগ্রস্ত জ্যাঠাইম বুড়ীর বকুমি শুনবার জন্যে সে এখন এখানে বসতে আসেনি। স্বতরাং সে বিব্রত মুখে বল্লে—ও জ্যাঠাইমা, আমি এখন বসতে পারবে৷ না, তোমার জামাই মুড়কি মেখেচে, নিয়ে বেলেডাঙায় ফিরি করতে বেরুবে-- —তোর মা কোথায় ? 歌 —বাড়ীতে কেউ নেই। মা গাঙ্গুলী বাড়ী কাজ করতে গিয়েছে, ঠাকুম নরহরিপুরে হাসের ডিম আনতে গিয়েচে— —পিনটুর মা কোথায় ? —ঐ যে শিউলীতলায় বসে বাসন মাজচে— - —একটু ডেকে দিয়ে যা দিকি মা— పు পরে স্বর খুবই নীচু ক'রে বল্লে—ম ছটাে মুড়কি অভিলাষের কাছ থেকে নিয়ে আয় না ?