পাতা:বিভূতি রচনাবলী (সপ্তম খণ্ড).djvu/২৫৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

있88 বিভূতি-রচনাবলী ও হাতাহাতি চলেছে। পূৰ্ব্বতন কিউয়ের লেজের দিকে যার দাড়িয়ে ছিল, তারাই এখন নতুন কিউয়ের পুরোভাগে আসবার প্রয়াসী। একজন বলছে,-তুমার জায়গা এখানে ছিল ? খবরদার— —খবরদার— —মু সামালকে বাত বোলো— —এই ব্যাট, দেখবি ? মুহূৰ্ত্তমধ্যে বিশৃঙ্খলা, কিলোকিলি। অকথ্য ভাষণের বন্যা ব’য়ে গেল উভয় পক্ষে । আমি অতি কষ্টে প্রাণপণে জন আষ্টেক লোকের পেছনে জায়গা দখল করেছিলাম। মিনিট দশেক পরে যখন টিকিটের জানালার কাছে আসবার পালা এল, তখন আমার গন্তব্য স্থানের কথা শুনেই মেমসাহেব বললে, নট হিয়ার, নম্বর টোয়েটি। । সে আবার কোথায় ? নাঃ, ট্রেন পাওয়া যাবে না'দেখছি । আর সময় নেই। যদি বা অতি কষ্টে একটু জায়গা করলাম, তাও কোন কাজে এল না। খুঁজে খুঁজে কুড়ি নম্বরের জানালা বার করলাম, সেখানেও কিউ, তবে অত লম্বা নয়। একজন বললে,—মশাই, কোথায় যাবেন ? আমায় দয়া ক'রে একখানা খড়গপুরের— মেজাজ খারাপ হয়ে গিয়েছে। রূঢ়স্বরে বললাম,—কেন বিরক্ত কর বাপু ? মেমসাহেবকে নোট বার ক'রে দিতেই ছুড়ে ফেলে দিলে,- নো চেঞ্জ, ভাগে । তটস্থ ও কাচুমাচু হয়ে বলি, ইয়েস ম্যাডাম, সরি ম্যাডাম, হিয়ার মাই চেঞ্জ ম্যাডাম । পকেট হাতড়ে দশ আনা পয়সা বার করবার পথ খুঁজে পাই না। কনুইয়ের কাছে একটি সামুনয় অনুরোধ আমায় বাবু, একখানা মেচেদার টিকিট যদি ক'রে দেন, ছোট ছেলে সঙ্গে রয়েছে, ভিড়ে ঢুকতে পারছি না, দু'বার গেমু— মাথা তখন সম্পূর্ণ বেঠিক। বলি,—ভাগে । —বাবু, দেন একখানা। দু’বার গেনু— —নেই হোগা, ভাগে | রাগের মাথায় হিন্দি বেরিয়ে পড়ে। টিকিট-কাট পৰ্ব্ব সাঙ্গ ক’রে উদ্ধশ্বাসে ছুটি গাড়ী ধরতে। মেয়েদের গাড়ীতে জিনিসপত্র তুলে দিলাম, কারণ চেয়ে দেখে মনে হ’ল অতি কষ্টে নিজে উঠতে পারব কি না সন্দেহ। অসম্ভব ভিড় প্রত্যেক গাড়ীতে। তার ওপর মানুষ কেমন যেন হৃদয়হীন, রূঢ়, পশুবৎ হয়ে উঠেছে, এরা নিজের নিজের জিনিস, নিজের নিজের বসবার জায়গা সামলাতে ভীষণ ব্যস্ত ও অত্যধিক সতর্ক। এই রেলেই কতবার ভ্রমণ করেছি, মানুষের মধ্যে কত সহানুভূতি কত মমত্ব দেখেছি। এখন এই বিপদের চাপে মানুষ রূঢ় কঠোর হয়ে উঠেছে। একবার মনে আছে, —সম্পূর্ণ অপরিচিত এক ভদ্রমহিলা আমাকে তাদের খাবার ঝুড়ি থেকে খাবার বের করে সাজিয়ে উার স্বামীর হাত দিয়ে আমার কাছে পাঠিয়েছিলেন। ভদ্রলোক আমার সামনে ডিশ রেখে বিনীতভাবে বললেন, একটু জলযোগ করুন । 弱 আমি চুমকে উঠলাম। হাওড়া থেকে একসঙ্গে ইণ্টার ক্লালে যাচ্ছি পাশাপাশি বেঞ্চিতে,