পাতা:বিভূতি রচনাবলী (সপ্তম খণ্ড).djvu/২৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তাহার একট। কারণ, যদুবাৰু কোনদিনই পার্থী নহেন, বৰ্ত্তমানে ভয় পাইয়া যে কথাগুলি বলিলেন, সেগুলির ইংরেজী বারো আন৷ ভুল। অথচ যদুবাবু ব্যাকরণ পড়ান ক্লাসে—ইংরেজীর কী কী ভূল হইল, তিনি নিজেও তাহ বলিবার পরক্ষণেই বুঝিয়া লজ্জত হইয়াছেন, কিন্তু বলিবার সময় কেমন হইয়া যায় সাহেবের সামনে । হেডমাস্টার বলিলেন, আপনি প্রায়ই ও-রকম করে থাকেন কি না সে সব এখানে বিচাৰ্য্য বিষয় নয়। আপনার কৰ্ত্তব্য কৰ্ম্মে অবহেলা একপুরেও আমি ক্ষমা করতে পারি নে। নারাণবাবু উঠিয়া বলিলেন, এবার আমাদের অনুরোধটা রাখুন তার। —আচ্ছ, আমি একজনের সম্বন্ধে সে অনুরোধ মানলাম। কারণ, তার বাড়ীতে গুরুতর পারিবারিক কারণ আছে তিনি বলচেন। একজন শিক্ষক মিথ্যে কথা বলচেন, এ রকম ধরে নেওয়ার কোন কারণ নেই। কিন্তু আমি থার্ড পণ্ডিতকে জিজ্ঞস করি, তার কী কারণ ছিল ঘন ঘন ঘড়ি দেখবার ? তিনি স্কুলেই থাকেন । তার কোন তাড়াতাড়ি দেখি না। তাকে ক্ষমা করতে পারি না, তাকে আমি সাসপেও করলাম । থার্ড পণ্ডিত এবার দাড়াইয়া কাদো-কাদে স্বরে বাংলায় বলিলেন, ( তিনি ইংরেজী জানেন না ), সাহেব, এবার অামায় ক্ষমা করুন, আমি এমন আর কখনও করব না। ক্ষেত্রবাবু ভাবিলেন, খুব বাচিয়া গিয়াছি এ যাত্ৰা ! আমিও যে ঘড়ি দেখিতে পাঠাই, সেটা কেহ জানে না। হেডমাস্টার ঘাড় নাড়িয়া বলিলেন, আমার হুকুম নড়ে না। ছেলেদের প্রতি কৰ্ত্তব্যপালন আগে করতে হবে, তার পর ব্যক্তিগত দয়া দাক্ষিণ্য। সামনের বুধবারে স্কুল কমিটীর মীটিং আছে, সেখানে আমি আপনার কথা ওঠাব। কমিটীর অনুমতি নিয়ে আপনার শাস্তির ব্যবস্থা হবে। আপনি কাল থেকে আর ক্লাসে যাবেন না। কত দিন আপনাকে সাপেও করা হবে, সেটা কমিট ঠিক করবেনু । সভা ভঙ্গ হইল। হেডমাস্টার গট গট করিয়া আপিস ছাড়িয়া নিজের ঘরে গিয়া ঢুকিলেন। মাস্টারেরাও একে একে সরিয়া পড়িলেন–র্তাহার। যদি কিছু বলেন, ফুটপাথে গিয়া বলিবেন। সন্ধ্যার সময় ক্লার্কওয়েল সাহেব মোটরে খয়রাগড়ের রাজকুমারকে পড়াইতে চলিয়া গেলেন ল্যান্সডাউন রোডে। মোট টাকার টুইশানি, তাহারাই মোটর পাঠাইয়া লইয়া যায়। সাহেব বাহির হইয়া যাইবার পরে মিল সিবসন ঘরে বসিয়া সেলাই করিতেছে, এমন সময় দরজার বাহিরে খুস-খুস শব্দ শুনিয়া বলিল, ছ ? কোন হায় ? . . বিনম্র সঙ্কোচে পর্দা সরাইয়া থাড পণ্ডিত একটুখানি মুখ বাহির করিয়া উকি মারিয়া বলিলেন, আমি মেমসাহেব। —ও,পাণ্ডিট্‌ ! কাম ইন। হোয়াট'স হোয়াট ।