পাতা:বিভূতি রচনাবলী (সপ্তম খণ্ড).djvu/২৭৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

স্বপ্ন-বাসুদেব পৃষ্টপূৰ্ব্ব দ্বিতীয় শতকের কথা। আজ থেকে প্রায় বাইশ শ' বছর আগের তক্ষশিলা । নগরীর রাজপথ কোলাহলমুখর। নবারুণোদয় নিজ মহিমায় ধীরে ধীরে উচ্চ চূড়ায় ও স্তম্ভে নবপ্রভাতের বাণী ঘোষণা করচে। তক্ষশিলায় সম্প্রতি দেবী মিনার্ডার এক মন্দির তৈরী ইচ্চে, পার্থের্ননের স্থাপত্যের অন্তকরণে-গম্বুজ বা ডোম কোথাও নেই–ছাদ সমতল, অগণিত সমঞ্জস বিরাট স্তম্ভশ্রেণী । গ্রীক স্থাপত্য গম্ব জের খিলান গড়তে অভ্যস্ত ছিল না। বহু পরবর্তী কালে সারাসেন সভ্যতার যুগে ইউরোপে এর উৎপত্তি, সারাসেন তথা মূর সভ্যতার দান এটি । e বড় বড় স্প্রিংবিহীন কাঠ ও লোহার তৈরী একার ধরণের গাড়ীতে মাঝে মাঝে দু’চারজন ধনী বণিক ও গ্রীক জমিদারগণ যাতায়াত করচেন। মুন্দরী গ্ৰীক বালিকাও মাঝে মাঝে রথে চড়ে চলেচে–দেবী এথেনির মত। ব্রোঞ্জের বিরাট জুপিটারমূৰ্ত্তি প্রস্তরের ছত্রাবরণতলে শোভা পাচ্চে রাজপথের মোড়ে। বণিকগণের আপণশ্রেণীতে কত কি জিনিস—কত দেশ থেকে আহরণ করে আনা । একটি স্ববেশ বালক ভূত্য একটি দোকানে এসে বল্লে—কলা আছে ? —আছে, দাম বেশি পড়বে। —কোথাকার কলা ? –এই কাছের গায়ের । বুড়ো রোজ টাটকা দিয়ে যায় । —আর আঙুর ? —মদ তৈরী করবার জন্তে সামান্য কিছু এনেছিলাম,—নিয়ে যাও । . হঠাৎ রাজপথকে চমকিত করে তুর্ঘ্য বেজে উঠলে । মহারাজ এণ্টিঅলিকিডসের মহামত্য ডিওন ভ্রমণে বেরিয়েচেন–রাজপথ কঁাপিয়ে শ্বেতাশ্ববাহিত টাঙায়, রাজপুরুষ ডিওন চলে গেলেন —বালক ভূতাটি ই করে চেয়ে রইল । দোকানদার বল্পে—তোমুার কর্তা কোথায় চল্লেন ? বালক তাচ্ছিল্যের সঙ্গে বল্লে—কি জানি বাপু ! সে খোজে আমার দরকার কি ? —ওঁর ছেলে কি এখনো সেই বিদেশে ? - ---उिनि কাল এসেচেন মালব থেকে। সেখান থেকে এসেই অমুখ বাধিয়েছেন বলেই ফল নিতে এসেচি এত সকালে । বলবো কি-পয়সাকড়ির অবস্থা ভালো না। রাজা মাইনে দেন না ঠিকমত—লুটে-পুটে নিয়ে যা চলে। দোকানদার অধীরভাবে বলে উঠলো—যাও, যাও—আমরা গরীব লোক, আমার দোকানে ওসব—এক্ষুনি কে শুনবে । তোমার কি, বড়লোকের চাকর—সুন্দর মুখের সব মাপ— * এই কথার মধ্যে কিঞ্চিৎ বক্রোক্তি ছিল । তৃত্য সে উক্তি গায়ে না মেখেই চলে গেল।