পাতা:বিভূতি রচনাবলী (সপ্তম খণ্ড).djvu/২৭৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ર૭૪ বিভূতি-রচনাবলী এদের তুলনায় অত্যন্ত কম । হেলিওডোরাসকে ঠিক এই জন্যে কোনো ভারতীয় প্রজা পছন্দ করতে না । সে ছিল উচ্ছ,স্থল ও উদ্ধত—'গ্ৰীক ছাড়া অন্য কেউ মানুষ নয় এই তার মত । তার আদর্শ পুরুষ হ’ল লিওনিডাস, যিনি থার্শ্বপলির গিরিসঙ্কটে অমর হয়ে আছেন, থেমেস্টোক্লিস যিনি টেম্পি গিরিবত্ম । রক্ষা করেছিলেন দশ হাজার সৈন্যের অধিনায়ক হয়ে—দিগ্বিজয়ী অ্যালেকজাণ্ডার,—যার বাহুবলে আজি ভারতে গ্রীক রাজ্য সম্ভব হয়েচে । ব্যাকট্রিয়ান গ্রীকদের জীবনযাত্রা ও আচারব্যবহার অনেক সময় তার চোখে ভালো লাগতে না । একজন খাটি গ্রীক স্কুলমাস্টার তক্ষশিলার রাজসভায় দিনকতক এসেছিলেন, ছেলে পড়াতেন বড়লোকের বাড়ীর, তার নাম পলিফাইলস্—রীতিমত পণ্ডিত। তাকে নিয়ে সে সময় কাড়াকড়ি পড়ে গেল বড়লোকদের মধ্যে, কে তাকে গৃহশিক্ষক নিযুক্ত করতে পারে, কারণ এথেন্স থেকে তিনি এসেছিলেন। হেলিওডোরাস তখন বুলক, তাকে তিনি বলতেন—তোমাকে দেখে আমার প্রাচীন যুগের গ্রীক যুবকদের কথা মনে পড়ে। শরীরটা স্পার্টার ছেলেদের মত শক্ত করো। এদেশে কিছু নেই। নামেই গ্রীকৃ। —কেন ? —গ্রীষ্মপ্রধান দেশ। এদেশের গ্রীকরা অতিরিক্ত বিলাসী ও আরামপ্রিয় হয়ে পড়েচে । পূৰ্ব্বপুরুষের রক্তের সে তেজ নেই এদের মধ্যে। শুধু তা নয়, এরা দেশী লোকের সঙ্গে যেভাবে মেশে, অনেকে দেশী খাদ্য খায় ও পরিচ্ছদ ধারণ করে, যেমন সেদিন এক গ্ৰীক ভদ্রলোকের গায়ে কাশ্মীরী শাল দেখলাম—ছিঃ ছিঃ, লজ্জাও করে না ...বেশি কথা কি বলবো, অনেকে এদেশী মেয়েদের সঙ্গে— এইসময় স্কুলমাস্টারের হঠাৎ মনে পড়তে যে তার শ্রোতা বালক এবং ছাত্র । স্বজাতির অধঃপতনের দুঃখে যা বলে ফেলেচেন তা যথেষ্ট । বলে উঠলেন—তা ছাড়া, দেখচো না গ্ৰীক রাজধানী তক্ষশিলা বৌদ্ধ বিহারে ভরা। যাকগে। কবিতা মুখস্থ বলে যাও— কখনো কখনো ভীষণ গ্রীষ্মের দিনে তক্ষশিলার কোনো প্রমোদ-উষ্ঠানের মধ্যে নিতৃত কুঞ্জে ছায়াসনে তিনি ছাত্রদের নিয়ে বসতেন । অতীত যুগের গ্রীকদের বীরত্ব, আত্মত্যাগ প্রভৃতি জলন্ত ভাষায় বর্ণনা করে যেতেন, ইউরিপিডিস্ ও সাফোর কবিতা আবৃত্তি করতেন, প্লেটোর ক্ষুদ্র ক্ষুত্র উপদেশাবলী বুঝিয়ে দিতেন । কয়েক বছর তক্ষশিলায় থাকার পরে তিনি হঠাৎ কোথায় চলে যান। জনশ্রুতি যে, তিনি এই সময় স্বদেশে ফিরতে ব্যগ্র হয়ে উঠেছিলেন। মৃত্যুর পূর্বে আর একবার তিনি প্রিয় জন্মভূমির পবিত্র মুক্তিকা স্পর্শ করতে চান | সেই থেকে হেলিওডোরাস পূৰ্ব্বপুরুষের গৌরবে গৌরবান্বিত, ভারতীয়দের সে ঘৃণাই করে—স্পার্টার যুবকদের আদর্শে শরীর গড়ে তুলেচে-ভারতীয়দের সঙ্গে গ্রীকরা যে বেশি মেলামেশা করে, এটা লে পছন্দ করে না—এমন কি তার পিতা ডিওনকে পৰ্য্যন্ত এজন্ত লে