পাতা:বিভূতি রচনাবলী (সপ্তম খণ্ড).djvu/২৯৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

**8 বিভূতি-রচনাবলী মেয়েটি উহার স্বামীর হাত ধরিয়া ডাক্তারখানায় হাজির হয়। কখনো ঔষধের দাম কমাইবার জন্য সীতানাথ ডাক্তারের হাতে পায়ে পড়ে, কোনোদিন স্বামীর সম্বন্ধে নানারূপ প্রশ্ন করে, কবে রোগ সারিবে, নৌকা ভাড়া দিয়া আর পারে না সে—ইত্যাদি। দেখিয়া শুনিয়া সীতানাথ ডাক্তারকে জিজ্ঞাসা করিলাম—ওকে কেমন দেখেন ? ওর রোগ সারবে ? সীতানাথ ডাক্তার হাসিয়া বলিলেন–বিশ্বাস তো হয় না। নানান উপসর্গ। ওর শরীরে কিছু নেই—তবে চেষ্টা করচি, এই যা। অবশ্ব উহাদের সাক্ষাতে এ কথা হয় নাই । মাসখানেক পরে একদিন ডাক্তারখানায় বসিয়া আছি, মেয়েটি আরও শীর্ণ হইয়া গিয়াছে। আর কিছুদিন এমন ধার। চলিলে ইহারই চিকিৎসার প্রয়োজন হইবে। হয়তো নিজে আধপেট খাইয়া স্বামীর ঔষধপথ্য ও নৌকাভাড়া যোগাইতেছে। পরনের বস্ত্রও জীর্ণতর হইয়া উঠিয়াছে। সেদিনের কাজ শেষ করিয়া তাহারা যখন চলিয়া যায় তখন মেয়েটিকে ডাকিয়া বলিলাম— শোনো এদিকে ! —কি বাৰু ? —ধাইয়ের কাজ করতে পারবে ? সে হাসিয়া বলিল—ঐ কাজই তো করি বাবু। তা আর পারবো না ? আমি উহাদের সঙ্গে রাস্তায় বাহির হইয়া পড়িলাম। উদ্দেশু আমার বাসাটা তাহাকে চিনাইয় দেওয়া। সে মাসেই আমার বাসাতে ধাত্রীর প্রয়োজন উপস্থিত হইবে। পথে মেয়েটি বলিল—দিন না বাবু একটা কাজ জুটিয়ে । বহু কষ্টে পড়িচি এনাকে নিয়ে । এক এক শিশি ওষুধ পাচ সিকে দেড় টাক। আমার রোজগার বড্ড মন্দা হয়ে গিয়েচে । আর চালাতি পরিচি নে । দিন একটা জুটিয়ে, যা দেবে তাই নেবো । এক কাঠা চাল, একথানা কাপড়, আর না হয় আট আনা পয়সা দেবে—তাই নেবো । আমার খাই নেই বাবু অন্য ধাইয়ের মত। তা বাৰু আমি রাত্তিার আতুড়ে থাকবে, সেঁক তাপ করবো, ছাড়া কাপড় কাচবো— - - অনুনয়ের স্বরে বলিল—দিন একটা কাজ জুটিয়ে— DD DDBBSYTBB BBB BBS BB BB BBB BBB BBB BBB BBBB হবে ধাইয়ের । চলে আমার সঙ্গে, দেখিয়ে আনি । ওকে এখানে বসিয়ে রাখে।...পুরুষটিকে বলিলাম—তুমি এই গাছতলায় বসে থাকে, বুঝলে ? { বাড়ীতে আনিয়া ধাইকে দেখানো হইল। কিন্তু বাড়ীতে ও ধাই পছন্দ হইল না, অজুহাত অবখ্য পাড়াগায়ের অশিক্ষিত ধাই, উহাদের কি জ্ঞান আছে —ইত্যাদি । কিন্তু আমার সময় হইল আসল কারণ, মেয়েটি দেখিতে ভাল এবং আমি সঙ্গে করিয়া আনিয়াছি বলিয়া । পরদিন আবার রাস্তায় দেখা তাহাদের সঙ্গে। ডাক্তারখানায় দুজনে চলিয়াছে । • e আমাকে মেয়েটি ডাকিয়া বলিল—ও বাবু, গুছুন—