পাতা:বিভূতি রচনাবলী (সপ্তম খণ্ড).djvu/৩০০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Հեծ বিভূতি-রচনাবলী পায় না—আমারে বলে, তুমি সেরে উঠলি আমার— বে। আবার কড়া ধমক দিয়া উঠিল—আবার । বাবুর সামনে ওই সব কথা ? চলো বাড়ী তুমি—বাটা মারবো তোমার মুখি —তোমার খুব মুরোদ ! মুরোদের আবার ব্যাখ্যানা হচ্চে— লজ্জা করে না তোমার ? আমি মধ্যস্থত করিয়া বলিলাম—কেন, ও তে ভালই বলচে । ওর যা ভাল লেগেচে, ভাল বলবে না ? - বে। সলজ স্বরে বলিল—ন। বাবু, যেখানে সেখানে ওসব কথা কে বলতে বলেচে ওকে ? --ত বলুক। কোনো দোষ হয় নি। --বাৰু, আমারে দেন একটা কাজ জুটিয়ে– ' —চেষ্টা করবো । একটু অপেক্ষ করে, দেখি দু-একদিন । ----কাজ না পেলি বডড কষ্ট হচ্চে ! ধান ভানতি শরীর আর বয় না । দু-মণ করে ধান না ভানলি এই যুদ্ধ, বাজারে দুটো লোকের খাওয়া হয় ? তাও বাবু শুধু খাওয়া। পরা এ থেকে হয় না। একখানি কাপড় ঠেকেচে । একটা আঁতুড়ের কাজ জুটলি তবু একখান কাপড় পাবে | g কয়েকদিন ধরিয়! তাহদের আর দেখিলাম না। কাজও কিছু জুটাইতে পারা গেল না । কাহার বাড়ীতে কে অন্তঃসত্ত্ব আছে এ সংবাদ যোগাড় করা আমার কৰ্ম্ম নয় দেখিলাম । এই সময় মম্বন্তর শুরু হইয় গেল । চাউলের দাম আগুন হইয়া উঠিতেছে দিন দিন । আমাদের এই ক্ষুদ্র টাউনের আশপাশের পল্লীগ্রাম হইতে দলে দলে ক্ষুধাৰ্ত্ত নরনারী হাড়ি ও মালস হাতে ফ্যান ভিক্ষা করিবার জন্য ছুটিয়া আসিতে লাগিল। ক্রমে এমন হইল ফ্যানও অমিল। দশ-বিশ সের ফ্যান কোন গৃহস্থবাড়ীতে থাকে না, যাহা থাকে তাহা প্রথম মহড়াতেই ক্ষুধা-ক্লিষ্ট নর-নারীদের মধ্যে বিলি হইয়া যায়—একটু বেলায় যাহারা আসে, তাহদের শুধু হাতে ফিরিতে হয় । লোক দু-একটি করিয়া মরিতে শুরু করিল তাদের মধ্যে। টাউনের কুণ্ডু বাবুরা ও দাবাবুরা প্রতিদিন একশত দেড়শত লোককে খিচুড়ি খাওয়াইতে লাগিলেন। কিন্তু অৰ্দ্ধোলঙ্গ অনশনক্লিষ্ট দিশহারা নরনারীদের সংখ্যার তুলনায় তাহ নিতান্তই অল্প । ইহার মধ্যে আবার ত্রিপুরা জেলা হইতে বহু নরনারী আসিয়া কোথা হইতে জুটিল, তাহদের কথা ভাল বুঝিতে পার যায় না বলিয়া যে গৃহস্থের দোরে যায়, তথা হইতে তাহারা বিতাড়িত হয়, কোথাও তাহার তেমন সহানুভূতি পায় না। 龜 এই মহাদুৰ্য্যোগের হিড়িকে কত লোককে তলাইয়া যাইতে দেখিলাম। কতবার মনে ভাবিয়াছি ওই মেয়েটির কথ। । ধান ভানিয়া রুগণ স্বামীর চিকিৎসা চালাইত। নৌকা ভাড়া করিয়া হাত ধরিয়া লইয়া আসিত ডাক্তারখানায় । চৈতন্যচরিতামৃতের কথা বলিত । তাছাদের আর পথেঘাটে দেখি নাই অনেকদিন । সীতানাথ ডাক্তারকে একদিন জিজ্ঞাসা ধরিলাম। সীতানাথ বলিলেন—না, তারা অনেকদিন আসে নি। আর আসবে কি, এই