পাতা:বিভূতি রচনাবলী (সপ্তম খণ্ড).djvu/৩৩২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিভূতি-রচনাবলী "לצש —ইস, তা আর জানি নে ! মারলেই হলো । কথাটা বললে বটে, কিন্তু মনে ততটা ভরসা ছিল না হায়দারের। ভরে ভয়ে লে ক্লাসে গিয়ে ঢুকলো। একটু পরে সাহেবি পোশাক পরাইনপেক্টর এবং তার পেছনে হেডমাস্টার ওদের ক্লাসে দেখা দিলেন। বিপিনবাবু চেয়ার ছেড়ে দাড়িয়ে উঠলেন। ইনস্পেক্টর বাবু বললেন—এটি কোন ক্লাস ? বেশ বেশ । এদের কিসের ঘন্টা ? বিপিনবাবু বললেন—ইতিহাসের । —বেশ বেশ । পরে হারুণের দিকে চেয়ে বললেন—কি নাম ? হারুণ ভয়ে ভয়ে বললে—হারুণ অল-রসিঙ্গ । -वॆj] ? —স্তার, হারুণ-অল-রুসিদ । —বোগদাদ থেকে কবে এলে ? —অাজে, স্তার ? —বলি বোগদাদ ছেড়ে এখানে ছদ্মবেশে নয় তো ? হারুণ বুঝতে না পেরে চুপ করে রইল। হেডমাস্টার হাসলেন । —সরে এসে এদিকে । ইতিহাস পড়েচ ? —আজ্ঞে, স্তার । —কুতুবুদ্দীন কে ছিলেন ? হারুণ বললে—রাজা । —কোথাকার রাজা ? কোথায় থাকতেন ? —বিলেতে । --বেশ । আকবর কে ছিলেন ? —হারুণ ভেবে বললে—সেনাপতি— —কার সেনাপতি ? =রাজার । —কোন রাজার ? —বিলেতেয় | —বাঃ বাঃ,—হারুণ-আল-বলিদ বোগদাদী, বেণ ইতিহাসের জ্ঞান তোমার। বোগদাদের খবর কি ? —osif —বলি বোগদাদের খবর কি ? হারুণ ভাবলে বোগদাদ হয়তো তাদের গ্রামের ইংরেজি নাম । তাই লে ৰঙ্গলে-খবর “ভালো, স্তাৱ ।