পাতা:বিভূতি রচনাবলী (সপ্তম খণ্ড).djvu/৩৭১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

चश्ांश्iब्रां ●¢ፃ জন্মভূমি অঞ্চলে আসিয়াছে এত কাল পরে। তাহারা ঘুমাইতে দিবেন না। সকালে সইম! ভাকিয়া ঘুম ভাঙাইলেন—ও নীরু, ওঠ বাবা, বেলা বা বা কয়চে– নীরেন ধড়মড় করিয়া বিছানার উপরে উঠিয়া বসিল । সইম! বলিলেন—তোর আবার চা খাওয়ার অভ্যেস আছে, না ? —ছিল তো সইম' । —এখানে কি করি উপায় তাই ভাবচি— --ভাবতে হবে না । এখানে না হোলেও চলবে । —তা কি হয় বাবা ? দেখি । যার যা অভ্যেস— —না সইম, কিছু চেষ্টা করতে হবে না। তা হলে আমি দুঃখিত হবো । সইম কিছু না বলিয়া চলিয়া গেলেন। কিন্তু আধঘণ্টা পরে এক পেয়ালা ধূমায়িত চ অনিয়া তাহার সামনে রাখিলেন এবং একটা বাটিতে একবাটি মুডি । রায়বাড়ী হইতে চা চাছিয়া আনিয়াছেন, সেখানে বাড়ীস্বদ্ধ সবাই চ খায় । নীরেন চা পাইয়া মনে মনে খুশী হইল । মুখে বলিল—কেন বলুন তো এ সব –পরের বউী থেকে আনতে যাওয়া ? সইম! বলিলেন—তোর মা থাকলে করতো না ? —তা কি জানি । —-করতো রে করতো । শুনবি তোর মায়ের কথা ? —কি, বলুন । —তোর মা বডড শাস্ত ছিল । —মাকে আমি দেখেচি, শান্ত ছিলেন সবাই বলতো। —একবার সই আর আমি নাইতে গিয়েচি ঘাটে । সাতার দিয়ে দুই সই মিলে নদীর মাঝখানে গিয়েচি । এমন সময় ঘাট থেকে কে চেচিয়ে বললে নদীতে কুমীর এসেচে। আমরা তে তাড়াতাড়ি ঘাটের দিকে এগুচ্চি, এমন সময় সইকে আমি ভয়ে জড়িয়ে ধরলাম। সই যত বলে ছাড়ে ছাড়ো দুজনেই ডুবে যাবে, আমি ততই ভয়ে সইকে জড়াই। নীরেন রুদ্ধ নিশ্বাসে বলিল—তারপর ? —তারপর আর কি ? দুজনেই বেঁচে উঠলাম, একখানা নোঁকে আমাদের এই অবস্থায় দেখতে পেয়ে ছুটে এল । —তখন আপনার একগ্রামেই থাকতেন ? —ই রে, নইলে আর সই বলবোঁ কি করে । পাগল ছেলে আর কি ! কথাটা নীরেন সন্ধাবেলা হার খাতায় লিখিয়া রাখে । গ্রাম্য-জীবনের কোনো কথা সে বাদ দিতে চায় না। মরুপৰ্ব্বত ভেদ করিয়া স্থদর পাঞ্জাৰ হইতে দুটিয়া আসা (কোনো কটাক্ষ কেহ করিবেন না) তবে কিসের জজ । মইনর গুরবাড়ী এটা। কিন্তু একটি দেওপো ছাড়া এখানকার বাড়ীতে কেহ