পাতা:বিভূতি রচনাবলী (সপ্তম খণ্ড).djvu/৩৭৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Øste বিভূতি-রচনাবলী —উনিশটা রুম সবসুদ্ধ ওপরে নিচে । ছটা বাথরুম, এ বাদে বাইরে তিনটে আলাদা পাইখান। খুব ভালো বাড়ী। কুণ্ডু কোম্পানীকে রাজী করাতে বেগ পেতে হয়েছে খুব । বুড়ে একেবারে বেঁকে ৰসেছিল শেষকালে । —এখন যেতে পারবে না-মাপ করুন। এখন বেলা দশটা পৰ্য্যন্ত মরবার ফুরসত নেই— এখুনি আবার লোক আসবে— —জাচ্ছা উঠি তাহলে । ওবেলা আপিসে ফোন করবেন এখন –ওখান থেকে যাওয়া যাবে । একটু পরে হরিদাস বড়ালকে আবার ফোন করা হোল । —নমস্কার, কি খবর ? হ্যা, একবার, করেছিলাম—ষ্ঠা—এই আধ ঘণ্টা আগে । হঁ্যা । সোনাটার কি হোল । বারের দাম কত বললেন ? তিন আনা ? আমার চাই কিছু—হঁ্যা— SDSDSBBS BB SDSDBS BBB S BBS সাধারণ লোকে এ কথাবার্তা থেকে বিশেষ কিছু বুঝবে না, কিন্তু প্রায় পঞ্চাশ হাজার টাকার ওপর 'বড়াল বার’ নামক বিখ্যাত সুবর্ণের বাট কিনবার পাকাপাকি ব্যবস্থা হয়ে গেল । ক্রয়-বিক্রয়ের পালা শেষ হোতেই শিবশঙ্করের আপিস ম্যানেজার ও তদারককার মিঃ ঘোষাল ঢুকে শিবশঙ্করকে খানিকটা মাথা নিচু হয়ে নমস্কার জানিয়ে একটা চেয়ারে বসলেন। দুজনের মধ্যে যে কথাবার্তা শুরু হোলো তা স্কোয়ার ফুট রেট, পার্সেণ্ট, ইস্পাতের জালতি, সিমেন্ট, এক্সপ্রেস টেলিগ্রাম, গ্যারিসন এনজিনিয়ার প্রভৃতি শব্দে পরিপূর্ণ ও কণ্টকিত । আজই মিঃ ঘোষালকে আপিসের কাজে তেজপুর যেতে হচ্ছে, ফোনে এখুনি আসাম মেলে বার্থ রিজার্ভ সম্বন্ধে শেয়ালদা স্টেশনের কৰ্ম্মচারীর সঙ্গে আলাপ হোলে৷ ৷ অন্য অন্য কথার পরে বেল। ন’টার সময়ে মিঃ ঘোষাল বললেন—ত হোলে আমি উঠি— —কত টাকার দরকার ? —সতেরো হাজার তো ওদের পেমেন্ট করতে হবে, আর পূজোর ব্যবস্থা—তাও তিন হাজার নেবে সুপারিন্টেণ্ডেণ্ট, হাজার খানেক দিতে হবে উপদেবতাদের । মিসেস বর্শনকে একটা প্রেজেন্ট দিতে হবে ভাল দেখে । কি দেওয়া যায়, স্তর, আপনিই বলুন । —একটা জড়োয়ার কিছু দাও গিয়ে-হাজার খানেকের মধ্যে । বিশ হাজারের একটা চেক নিয়ে যাও— —আজেস্তার, ব্যাঙ্কে টাকা ভাঙানোর আমার স্ববিধে হবে না। একটায় আসাম মেল । তার আগে আমার অনেক কাজ ৷ একবার আপিলে যেতে হবে । ড্রয়ারের মধ্যে কাগজপত্র রয়েচে, নিয়ে যেতে হবে গহনাই বা কিনবো কখন ? * —ম্বাচ্ছ গহনার জন্তে আমি স্বরেশকে পাঠিয়ে দিচ্ছি বক্রিালের বাড়ী। ৰাম কিছু ভালো থাকে দেখে আজক। সেজন্তে তোমার ভাবতে হবে না। তুমি এখান খেৰে বাড়ী যাওঁ- নেয়ে খেয়ে গাড়ী নিয়ে ব্যান্ধে গিয়ে জাগে চেক ভাড়াও। ওখান থেকে ইন্টেশানে চলে ৰাও—গহনা ঘনি পাই স্বরেশকে দিয়ে ট্রেনে পাঠাবো। মিসেস ৰঞ্জনকে খু৭ রাখা