পাতা:বিভূতি রচনাবলী (সপ্তম খণ্ড).djvu/৩৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

૨8 বিভূতি-রচনাবলী কিন্তু শেষ পর্য্যস্ত কিছুই হইল না। ললিত কব যে আঁধারে সে আঁধারে’ই রহিয়াছে। কী করা যায় ? তাহার শিখাইবার প্রণালীর কোন দোষ ঘটিতেছে নিশ্চয়। কী করিলে ললিত ছোড়াটা 'দি'র ব্যবহার শিখিতে পারে ? নাবাণবাবু হকায় তামাক থাইতে খাইতে চিন্তা করিতেছিলেন, হঠাৎ তাহার মনে পড়িল সেভেনথ ক্লাসের পূর্ণ চক্রবর্তী, মাত্র নয় বছরের ছেলে, এত মিথ্যা কথাও বলে ! কত দিন মারিয়াছেন, নিযেধ করিয়াছেন, হেডমাস্টারের আপিসে লইয়া যাইবার ভয় দেখাইয়াছেন ; কিন্তু শেষ পর্য্যস্ত কোনও ফল হয় নাই। ছেলেটার সম্বন্ধে কি অভিভাবকের নিকট একখানা চিঠি দিবেন? তাহাতেই বা কী কুফল ফলিবে ? না হয় চিঠি পাইয়া ছেলের বাপ ছেলেকে ধরিয়া ঠ্যাঙাইলেন, তাহাতেই ছেলে ভাল হইয়া যাইবে বলিয়া তো মনে হয় না। কী করা যায় ? নারায়ণবাবুর সন্মুখে এই সব সমস্যা প্রতিদিন দুই-একটা থাকেই। মাঝে মাঝে এগুলি লইয়া তিনি ক্লার্কওয়েল সাহেবের সঙ্গে পরামর্শ করিতে যান। সাহেব সন্ধ্যার সময় মোটরে ছেলে পড়াইতে বাহির হন, ফিরিবার আল্লক্ষণ পরেই রাত নয়টা কি সাড়ে নয়টার সময়ে নারাণবাবু সাহেবের দরজায় গিয়া কড়া নাড়িলেন। —কে ? কী, নারাণবাবু ভেতরে এস। —শুরি, আপনার খাওয়া হয়েছে ? —এই এখুনি খেতে বসব। এক পেয়াল কফি খাবে ? ーや売tーやiー —বাবুকে এক পেয়ালা কফি দাও । বোস । কী খবর ? —স্তার, আপনার কাছে এসেছিলাম একটা খুব জরুরী দরকার নিয়ে। একবার আপনার সঙ্গে পরামর্শ করব। ওই থার্ড ক্লাসের ললিত কর বলে ছেলেটা—“দি’র ব্যবহার কিছুই জানে না, এত দিন পরে আবিষ্কার করলাম। কাল কত চেষ্টাই করেছি, কিন্তু শেখানে গেল না। কী করা যায় বলুন তো ? ক্লার্কওয়েল সাহেব অত্যন্ত কৰ্ত্তব্যপরায়ণ হেডমাস্টার। এসব বিষয়ে নারাণবাৰু তাহার শিস্য হইবার উপযুক্ত। ক্লার্কওয়েল খাওয়া-দাওয়া ভুলিয়া গেলেন। নিজের টেবিলে গিয়া ডুয়ার টানিয়া একখানা খাতা বাহির করিয়া নারাণবাবুকে দেখাইয়া বলিলেন, আমারও একটা লিস্ট আছে এই দেখ, ফুস্ট ক্লাসের কত ছেলে ও-জিনিসটার ব্যবহার ঠিকমত জানে ন। আজও । আরও কত নোট করেছি দেখ। তবে একটা প্রণালীতে আমি বড় উপকার পেয়েছি, তোমাকে সেটা—এই পড় —বলিয়া ক্লার্কওয়েল নিজের নোট-বইখান নারাণবাবুর হাতে দিলেন। . মিল লিবসন ওদিকের দরজা দিয়া ঘরে চুকিয়া মারাণবাবুকে দেখিয়া বলিয়া উঠিল, ও নারাণবাবু! আমাদের সঙ্গে ডিমার খাবে ? হাউ স্কইট অফ ইউ ! নারীশবাৰু বিনীতভাবে জানাইলেন, তিনি ডিনার বাইতে আসেন নাই।