পাতা:বিভূতি রচনাবলী (সপ্তম খণ্ড).djvu/৩৮০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

\gぐり。 বিভূতি-রচনাবলী বেহালমে। বৌমাদের লে আও। হাম ট্যাক্সিমে যায়েঙ্গে। ঠিক করে লে আও, যেন মিলিটারি গাড়ীমে ধাক্কা মাং লাগে – — বহুৎ আচ্ছা হজুর—বলে শোভা সিং গাড়ী নিয়ে চলে গেল । সন্ধ্যা পৰ্য্যস্ত আপিসে নানা কাজ সেরে সাড়ে সাতটার সময় শিবশঙ্কর ট্যাক্সি নিয়ে বার হেলেন । ভবানীপুরের একটা ছোট গলির মধ্যে গাড়ী ঢুকলে । আগের শৌধীন লোকটি বারান্দা থেকে নেমে এসে বললো—এসো ভায়া, এসো-চা খাবে না ? —আর এখন চা নয় | চলো— —এখনো দেরি আছে। আমি কাপড় পরে নি। আসচি– দুজনে আবার গাড়ী নিয়ে চললেন--বেলতলা রোডের পার্কের কাছাকাছি একটা বাড়ীর সামনে এসে গাড়ী দাড়ালো । দুজনে সিড়ি বেয়ে ওপরে উঠতে লাগলেন । লোকটি বললে— আমি ফোন করেছিলুম, আটটার সময় সব সরিয়ে দিও। খুব স্বন্দরী, আর বয়েস উনিশের বেশী নয় । নিজের চোখেই দ্যাখো ভায়া, এ শৰ্ম্মার নাম গোপাৰ্গ চক্কোত্তি । মাসে চারশোতেই রাজি করিয়ে দেবো—তুমি শুধু দেখে যাও,—সিনেমাতে আজকাল নাম কি! যত সব চ্যাংড়া ছোকরার ভিড় সেই জন্যে— ওপরে দিব্যি পরিষ্কার পরিচ্ছন্ন স্বন্দর বারান্দ, ফুলের টব সাজানো । অর্কিডের টব ঝুলচে বারান্দার ছাদের প্রান্ত থেকে । সঙ্গী লোকটি কড়া নাড়তেই ওদিকের দরজা দিয়ে যে তরুণটি সিগারেট মুখে বেরিয়ে এসে পাশের সিড়ি দিয়ে তরতর করে নেমে গেল—শিবশঙ্কর যেন ভূত দেখলেন তাকে দেখে । শিবশঙ্করের সঙ্গী বললে—ওই স্থাখো, যত সব ছেলে ছোকরার মরণ–সিনেমার ইয়ে কিনা ? আসল কমপিটিশন হচ্চে এদের কাছে টাকায়—সে কমপিটিশনে দাড়ানো চ্যাংড়াদের কৰ্ম্ম নয়—ও কি ! দাড়ালে যে ? কি হোলো ? শিবশঙ্কর ততক্ষণ দম নিলেন । যে ওদিকের সিড়ি দিয়ে নেমে গেল, সে বিমান, তার ছেলে বিমান। ব্ল্যাকমার্কেট দমন কর চিঠিখানা পাইয়া বড়ই রাগ হইল। সকালে চা পান করিয়া সবে সেরেস্তায় আলিয়া বসিয়াছি, আর অমনি পিওন আসিল । ঘড়িতে দেখিলাম মাত্র আটটা । বলিলাম—জাজ এত সকালে ? পিওন বলিল—না বাৰু, সকাল আর কই ? আপনার স্থটো মনিঅৰ্ডার আছে, তাবলাম জাগে বিলি করে তবে অন্ত জায়গায় যাই—একটু পরে মস্কেলের ভিড় হোলে তখন আপনি ফুরসভ পাবেন না হয়তো। নিন, সই দুটো করে দিন—পঞ্চাশ টাকা আর আটাশ টাকা এগারে জান---