পাতা:বিভূতি রচনাবলী (সপ্তম খণ্ড).djvu/৩৮১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

अभांथां#* ԹՆԳ DBBBB BB BBBBS BBB BBS BBB BB BBBS BBBBSBB B এসমাইল বন্দি বাদী, ফজলুল গাজি বিবাদী । কেসের তারিখটা কত ? বিজন আমাদের সেরেস্তায় অনেকদিনের মুহুরী। অামার ও আমার দাদার । আমার পূজ্যপাদ পিতৃদেবের আমল হইতে উহার এখানে আছে। বিজনের বাবা wরামলাল চক্রবর্তী আমার স্বৰ্গীয় পিতৃদেবের মুহুরী ছিলেন । আমাকে ও আমার দাদাকে কোলে পিঠে করিয়া মাহ্য করিয়াছিলেন। বিজনের সঙ্গে বালো খেলাধুলা করিয়াছি, আবার সেই বিজন আমাদের সেরেস্তায় মুহুরীগিরি করিতেছেও আজ বাইশ বৎসর। খুব হুশিয়ার লোক । বিজন খাতা দেখিয়া বলিল—২২শে আগস্ট। কত টাকা পাঠিয়েচে এসমাইল ? —আটাশ টাকা এগারো আন— - --ফেরত দিন মনিঅৰ্ডার, সই করবেন না বাবু— —কেন ? —আপনার চার টাক। আর কোর্টফির দরুন আমার কাছে ধার দু টাকা ওর মধ্যে ধরা নেই । —ঠিক তো ? —ঠিক বাবু, এই দেখুন খাতা— লিখিয়া দিলাম রিফিউজড । অন্যটি সই করিয়া লইলাম, মুহুরীকে বলিলাম—টীকা দেখে নাও। ভছু চাকর আসিয়া বলিল—বাবু, বাজারের টাকা— —দাদার কাছে নিগে যা— —তিনি বাডী নেই। বেড়িয়ে ফেরেন নি এখনে । মা ঠাকরুন বলে দিলেন, মাছ এক সের আর মাংস এক সের লাগবে | —মাংস আবার কি হবে আজ ? আঃ, বিরক্ত করলে সব । খরচ করেই সব উড়িয়ে দিলে । রোজ মাংস ৷ নিয়ে যা একখানা নোট—বিজন একখানা দশ টাকার নোট দাও তো ফেলে এ দিকে। দুধের তিন টাকা শোধ করে দিয়ে আসবি আজ। বুঝলি ? পিওন হাসিয়া বলিল—বাবু, আপনাদের বড় সংসারে আপনার যদি রোজ মাংস না খাবেন তো খাবো কি আমরা ? আপনাদের দিয়েচেন ভগবান খেতে । আপনারা খাবেন না ? ও আড়াই টাকা মাছের সের হোলেও আপনাদের গায়ে লাগে না, তিন টাকা হোলেও আপনাদের গায়ে লাগে না । আমরা এক টাকাতেই মরি। 蠟 পিওন ও চাকর চলিয়া গেল। যাইবার সময় আমার ইঙ্গিতে বিজন পিওনকে একটা সিকি ফেলিয়া দিল। দুজন চাষীলোক ঘরে ঢুকিয়া বলিল—বাবু ছালাম । শরৎবাবু উকিলের বাড়ী কি এণ্ডা ? —ই্যা, কেন ? —একটা মকদ্দমা আছে বাৰু। আরজি করে দিতে হবে একটা— —কি কেস ? কোথায় বাড়ী ?