পাতা:বিভূতি রচনাবলী (সপ্তম খণ্ড).djvu/৩৮২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

θφίν" बिडि-ब्रहॆनावर्णौ —বাবু, আমার বাড়ী রাইপুর আর এ আমার খালাতে ভাই, এর বাড়ী ন-হাট । জার্মাদের একটা আমবাগান ছেল--তা আমার চাচা হবিবর সেখ— মক্কেল জটিল গল্প ফাদিবে বুঝিরা বিজন মুহুরীকে বলিলাম—এদের কেস শোনো । আমি ততক্ষণ ডাকের চিঠিগুলো দেখে নি—খবরের কাগজখানা চোখ বুলিয়ে যাই । মাও তোমরা ওদিকে যাও—টাক এনেচ সঙ্গে ? —হ্যা বাৰু। —কত টাকা ? আরজি করার ফি ছ টাকা লাগবে । সব জিনিসের দাম বেড়েচে, চার টাকায় আর হবে না । —তা দেবো বাবু বা লাগে—আমাদের উইন তবে বাবু কি নেগগেরো, এই আমার খালাতে ভাই— —যাও ওদিকে যাও— এইবার ডাকের চিঠি খুলিতে খুলিতে এই চিঠিখানা পাইলাম। পড়িয়া বিরক্ত বোধ হইল । Iচঠিখানা এই— শুভাশীৰ্ব্বাদমস্তু রাশয় বিশেষঃ বাপজীবন অত্র সকল কুশল জানিবা । তোমাদের অনেকদিন কোনো সংবাদ পাই নাই। পরে লিখি যে আমাদের গৃহদেবতা শালগ্রামের পূজার জন্য তোমরা যে ২ly• প্রতি মাসে পাঠাইয়া থাক, তাহা এ যাবৎ নিয়মিত পাইয়া আসিতেছি । কিন্তু লিখি যে বর্তমান অবস্থায় সকল জিনিস আক্রা । এক সের আলো চাউলের মূল্য মাখমহাটির বাজারে আট হইতে দশ আনা । একটি পাকা কলা এক পয়সা মূল্যে হাটে বিকায়। এ অবস্থায় পূজার দরুন প্রতি মাসে ছয় টাকা করিয়া না দিলে আর পারা যাইতেছে না। সকল দিকে বিবেচনা করিয়া আগামী মাস হইতে ছয় টাকা করিয়া পাঠাইবে । খুড়া মহাশয় রামধন চক্রবর্তী সম্প্রতি পায়ে আঘাত পাইয়া বড় কষ্ট পাইতেছেন জানিবা । বধুমাতাদের আশীৰ্ব্বাদ জানাইবা । সাংবাহিরগাছি हेंडिবৰ্দ্ধমান জেলা নিত্যাশীৰ্ব্বাদক শ্ৰীহরিসাধন দেবশৰ্মা একটু পরে দাদা বেড়াইয়া ফিরিলেন, তার পায়ের শব্দ পাওয়া গেল। বিজনকে বলিলাম —একবার বড়বাবুকে ডাক দাও তো । উনি বোধ হয় সেরেস্তায় গিয়ে বলেচেন । দাদা আসিয়া বলিলেন--কি রে ? -এই দেখে হরি ভট্চাজ আজ দেশ থেকে চিঠি লিখেচে, ছ টাকা না পাঠালে মাসে মাসে জার সে ঠাকুরপুজো করবে না।