পাতা:বিভূতি রচনাবলী (সপ্তম খণ্ড).djvu/৪২০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিভূতি-রচনাবলী و& s 8 দোদুল্যমান কত বাবুই পাখীর বাসা, নীল আকাশের তলায় শরৎ মধ্যাঙ্কের শুভ্ৰ মেঘকৃপের দিকে চেয়ে চেয়ে এসে পৌছুলাম বনসিমতলার ঘাটে । অভিলাষ জেলে ওপারে দোয়াড়ি ঝাড়তে বাড়তে বলছে—বাৰু ঘোলার গাঙে এমন ভেসে বেড়াচ্চেন কেন ? কত আপদ বালাই থাকে, বিপদের কথা কি বলা যায় বাৰু? অমন বেড়াবেন না । অপূৰ্ব্ব শাস্তি ও আনন্দ পাই প্রকৃতির সঙ্গে একাত্মভাবে এমনি ধারা মিশিয়ে দিয়ে। বিকেলে আজ বাওড়ের ধারে বেড়াতে গিয়ে সেই অশ্বখ গাছটার ওপর উঠে বসলুম খানিকক্ষণ । দূরে বাওড়ের নিৰ্ম্মল জল, আমার চারিপাশে নিস্তব্ধ বনানী। এক জায়গায় কি অজস্র বনকলমী ফুলই ফুটেচে ! জেলেপাড়ার ঠিক পেছনের মাঠটাতে। শাকারীপুকুরের রাস্ত দিয়ে ঘন বনের মধ্যে দিয়ে চলে এলুম। আজ দুপুরে দুলা সাওতালের সঙ্গে হেঁটে এলুম বরাজুড়ি। শরতের নীল আকাশ, দূরে দূরে নীল শৈলশ্রেণী, বাটাইজোড় পার হয়ে চ্যাংজুড়ি সারাডোবা প্রভৃতি সাওতালী গ্রাম পার হয়ে গেলুম অবশেষে বরাজুড়ি বলে গ্রামে, খোলার অর্ডার দিতে । খোলা অর্থাৎ চাল ছাইবার খাপরা । কি মুন্দর গ্রামটি, ঢুকেই আমার ভাল লাগলো, ছায়া নেমে এসেচে শরৎ অপরাত্ত্বের মৌলবনে ও শালবনে, দীঘিতে রক্ত মৃণাল ফুটেচে, খাম ধানের ক্ষেত ঠেকচে সুদূরের নীল শৈলমালায়। কাৰ্ত্তিক গোরাই বলে একজন দোকানদার আমাকে খাতির করে চা খাওয়ালে —বল্পে, ধানের জমি বড় সস্তা। দোকানে লোকে এ বিশ্বব্যাপী দুর্দশার দিনে ঘটি বাটি বাধা রেখে ছোলা, কলাই (এ দেশে বলে বিরি) নিয়ে যাচ্চে। সন্ধ্যার আগে চলে এলুম। তখন বেশ ছায়া নেমেচে, গুটুকে কেবলই মংলার নিন্দে করচে সারাপথ। আজ এসে পড়লুম সেই চমৎকার কথাটি— “On the contrary, the wise man is conscious of himself, of God. If the road I have shown to lead to this is very difficult, it can yet be discoverd. And clearly it must be very hard when it is so seldom found. For how could it be that it is neglected practically by all, if salvation were close at hand and could be found without difficulty f But all excellent things are as difficult as they are rare, Ethics-Spinoza, “The really valuable things in human life are individual—what is of most value in human life is more analogous to what all the great religious teachers have spoken of.” Power-Bertrand Russel, “The ultimate realities of the universe are at prestni quite beyond