পাতা:বিভূতি রচনাবলী (সপ্তম খণ্ড).djvu/৪৩৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

0९{B বিভূতি-রচনাবলী পাহাড়ের ও চারিপাশের বনের দৃপ্ত অতি গম্ভীর। এই হেন্দেকুলি ক্যাম্প জেরাইকেল স্টেশন থেকে দশ মাইল। বেড়াতে এসে এখানেও একদিন থাকা যায়। হেন্দেকুলি ছাড়িয়ে জঙ্গল আবার নিবিড়ভর, সামটা নালার দিকে পথ ঘুরে ঘুরে নামতে লাগলো হেন্দেকুলি থেকে—ক্রমেই ঘন জঙ্গল, এখানে দুটি তিনটি রঙীন বন-মোরগকে পথের এপাশ থেকে ওপারে জঙ্গলের মধ্যে উড়ে যেতে দেখলুম—তথন সন্ধ্যা হয়ে আসচে, অন্ধকারে অরণ্যপথ নিবিড় হয়ে গম্ভীর শোভা ধরেচে। ফরেস্টার বলচে, এ পথে বড় বাঘ আর হাতীর ভয় । গাড়োয়ানদের গরু প্রায়ই বাঘে মারে । হাতী তো এখন এই সন্ধ্যায় বার হয় । বাঘও এই সময় পাওয়া যায়। ফুদিকের কালো অন্ধকারে ঢাকা বন যেন চেপে ধরেচে ক্ষুদ্র মোটরখানা। ভয় করচে দস্তুরমত। আমরা অবিহি থলকোবাদ পৌছবার আগে একটা Barking deer ( কোৎরা ) ছাড়া কিছুই দেখলুম না । চা খেয়ে বাংলোতে আগুনের ধারে বসে গল্প করলুম, তারপর আমার বাংলোর কাছেই অন্ধকারে একটু বেড়িয়েও এলুম। কাল সারারাত্রি কেটেছে জাতি সিরাং-এ কোইন নদীর পাষাণময় গর্ভে। আজ ঘুমুতে হবে সকাল সকাল । কোংরা ডাকচে গভীর বনে । ভাঙা চাদ উঠেছে বনের মাথায় । রাত ভোর হোল ঘুমিয়ে । পরদিন সকালে উঠলুম। খুব ভোর । অদূরবত্তী শৈলচুড়ার বনানীশীর্ষে এখনও প্রাতস্বর্যের আলো পড়েনি। যেখানে জল গরম করা হচ্ছে, সেখানে আগুন পোয়াতে গেলুম। Ada Cambridge-ga “The Restrospect’ st«fail "FEN GfW ICH I sig golfi qsszzțątą থেকে চলে যাবো তিরিলপোসি । কল্যাণীকে ও মন্মথদাকে পত্র দিয়েচি । কল্যাণীর জন্যে মন কেমন করচে । ভাবলুম, ওকে আনলে হোত। এই দৃপ্ত দেখে কি খুশিই হোত । ব্যারাকপুরের লোক এখন কি করচে ? আমাদের মোটর বারান্দার সামনে এনে জিনিসপত্র বাধাছাদা হচ্ছে। দুপুরবেলা। ১২ হবে, সামনে রোগ্রকরোজ্জল পাৰ্ব্বত্য অরণ্যের পটভূমিতে শুভ্রকাও শিমূল গাছটার দিকে চেয়ে কত কথাই মনে হয়। বারাকপুর, সেই ইছামতী তীরের বনঝোপ থেকে এ সময় বনমরচে ফুলের স্বগন্ধ উঠচে—কত দিন দেখিনি। বিরাট সারেও অরণ্যানীর মধ্যে বসে প্রকৃতির মনোহর রূপ, অফুরন্ত ঐশ্বৰ্য্য, এই বনানী, এই শৈলমালা দেখতে দেখতে বহুদূরের সেই ক্ষুদ্র পল্লীগ্রামটির সেয়াকুল-ঝোপের কথা কেন বার বার মনে পড়চে। কেন পড়চে কে বলবে ? ' খলকোবাদ বাংলো থেকে বের হয়ে বাংলোর সামনে পয়োগ্রণালী দেখতে ঢুকলুম জঙ্গলের মধ্যে। এমন জঙ্গল যে ভয় হোল এই দ্বগুৱেই বুঝি বাবে ধরে। মোটর ছেড়ে গিয়েছিলুম, আবার চলে এলুম গাড়ীতে। ছোট যে পাহাড়ী নদী বয়ে যাচ্চে থলকোবাদের সামনে, জেলার গেজেটিারে তার উল্লেখ আছে। সারেওরি ও সাধারণত লিংভুমের লৰ পাৰ্ব্বত্য নদী C BBB BBB BBB BBBB BB BBBBBB SLLL LLL LLLLLLLL LLLLLL