পাতা:বিভূতি রচনাবলী (সপ্তম খণ্ড).djvu/৪৪৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

GBS বিভূতি-রচনাবলী মাটিতে আমি একটা নরম পায়ের দাগ দেখিয়ে বঙ্গাম—দেখুন আর একটা । মিঃ সিন্‌হা বল্পেন—বহুৎ বড় পায়ের দাগ। রয়েল বেঙ্গল টাইগার— তখন সঁছার আর দেরি নেই। বনানী অন্ধকার হয়ে এসেচে–হঠাৎ মনে পড়ল আজ আমাদের দেশে গোপালনগরের হাট, পঞ্চামাস্টার বেগুন বিক্রি করচে, মনো খুড়ো পানের দোকানে পান বিক্রি করচে। ওরা সেই ক্ষুদ্র স্থানে জন্মে চিরকাল ওখানেই আনন্দে আছে, জগতের কি-ই বা দেখলে ? এক জায়গায় বড় বড় আমগাছ, কি ফুলের স্বগন্ধ বাতালে, ঠাণ্ড সন্ধ্যাবাতাসে বনানী থেকে বারাকপুরের পল্লী প্রান্তে এ সময় যেমন স্বগন্ধ ওঠে তেমনি পাচ্চি । রাধালতার ফুল এখানেও দেখলাম ঝোপের মাথায় । বন্দী কাটালের কালো পাতার রাশি অন্ধকার আরও কৃষ্ণতর করে তুলেচে। ওই ফুটন্ত বনস্পতি-শীর্ষে কম্প্রিটাম ডিকেনড্রাম লতার ফুল শোভা পাচ্ছে। ঘন গম্ভীর দৃপ্ত বনানীর । সন্ধ্যায় সারেও ফরেস্টের নিভৃত বনপথ দিয়ে যাওয়ার এ অভিজ্ঞতার তুলনা হয় না । to ফরেস্টার এক জায়গায় এসে বললে—ঠিক এখানে মল্লিকবাবু ফরেস্ট রেনজার মস্ত বড় রয়েল বেঙ্গল টাইগার দেখেছিল--রাস্তা পার হয়ে বনের দিক থেকে ওদিকেই যাচ্ছিল, মল্লিকবাবু বলে —চাকরি ছেড়ে দেবো, সারেণ্ডায় আর চাকরি করবো না । প্রতিপদে ভয় হচ্ছে। একৰার ফরেস্ট গার্ড বনের দিকে চেয়ে থমকে দাড়ালো। বুকের মধ্যে টিপ ঢিপ করে উঠলো—কি রে ; দাড়ালি কেন ? সে বল্লে—জংলী মোরগ হুজুর। ধড়ে প্রাণ এল যেন—চলো বাপু বন-মোরগ দেখে আর এখন কাজ নেই। এই স্বনিবিড় অরণ্যে হাতী ও বাঘ হায়েনা চলাফেরা করচে, মানুষ মারচে–তার গল্প থলকোবাদে শুনেচি, কুমড়িতে শুনেচি, বনগায়ে শুনেচি আবার আজ বিটকেলসোয়াতেও শুনেচি ৷ নিজের চোখে দু-তিন দিন বড় বাঘের থাবার দাগ দেখলুম মাটিতে—এবং তা হয়তো মাত্র কয়েক ঘণ্টা আগের । আজই দেখেচি এক জায়গায় হাতী মাটিতে গড়াগড়ি দিয়েচে তার দাগ । হাতীর বাইসনের ও সম্বরের পায়ের দাগ তো সৰ্ব্বত্র—ওর হিসেব কে রাখে। স্বতরাং বন পেরিয়ে যাওয়াই ভালো । ফরেস্টার বলচে—কাছেই এসেচি মোটরের। দু'রশি আছে। তখন একবার বনের মধ্যে চুপ করে দাড়িয়ে চারিদিকে চেয়ে নিলুম। কি গভীর দৃপ্ত অরণ্যানীর, নিস্তৰ সভায় কত উচুতে রাধালতার আর কম্প্রিটাম লতার কচি পাতা। ঘন বনে অন্ধকার হয়ে এসেচে। লোকালয় থেকে বহুদূরে সারেও ফরেস্টের অভ্যন্তরভাগে দাড়িয়ে গোপালনগর হাটের কথা ভাবচি ৷ ৰাড়ী এলে অগ্নিকুণ্ডের পাশে বলে এই ডায়েরী লিখচি। খেয়েদেয়ে একবার বাইরে গেলুম, কি ঝক ঝকু কংচে নক্ষত্রগুলি পাহাড়ের মাথায়, অনন্ত বোমে মহারুত্রের জ্যোতিঃজিলের মত Orion জলছে—এখানে ওখানে কত তার বিরাট ছায়াপথ জলজল করচেDDDD BBB BB BBB BB BBBS BBB LLLLLL LLLLLSDD DDD