পাতা:বিভূতি রচনাবলী (সপ্তম খণ্ড).djvu/৪৭৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8o3s বিস্কৃত্তি-রচনাবলী আমরা যখন ফিরলুম, তখন সন্ধ্যা হয়ে এসেচে, সম্মুখে আঁধার রাত। বিভিন্ন পাৰ্ব্বত্য নালায় ওপরকার পাথর চোখে দেখা যায় না, কোনোরকমে হোচট খেতে খেতে পথ চলি । কিন্তু রাকৃষ্ণকে তারাভরা আকাশের মহিমময় রূপ দেখে সব কষ্ট ভুলে গেলুম। এদিকে বারোজ লাহেবের বাংলোতে ডিলার খাওয়ার কথা, রাত হোল প্রায় সাড়ে আটটা তাঁবুতে পৌঁছতে। ডিনার খেয়ে ফিরতে এগারোটা বেজে গেল । বারোজ বল্পে, সন্ধ্যাবেলা তোমরা বাঘের ডাক শুনতে পেলে না সামনের পাহাড়ে ! সাড়ে ছ’টার সময়ে খুব ডাকছিল বাঘ । আজ সকালে উঠে চ খেয়ে মিঠাই ঝর্ণার কাছে চুকলু বাগাল গ্রামে খাড়িয়া জাতি দেখতে গিয়েছিলুম। বলবেড়া ছাড়িয়ে খানিকটা গিয়ে পথ উঠেচে পাহাড়ের ওপরে। ঘন বনের মধ্য দিয়ে পথ, একটা কি গাছের ডালে দুটো চিল বসে আছে । ওপরে উঠতে উঠতে পা ধরে গেল—তখন একটা বড় পাথরের ওপরে বসলুম, একটা বড় মহুয়া গাছ সোজ উঠেচে দূরের পাহাড় ও সমতলভূমির পটভূমিতে। ভগবানের নৈকট্য এসব জায়গায় যত অহুভব করা যায়, এত কি কলকাতা কি টাটানগরে বসে সম্ভব ? টাটানগর কেন বললুম, সিংডুমের বনে বাস করে উবুতে, টাটানগরের নাম করবে না এটা অন্যায়। আমরা চড়াইপথে চলেচি, বুনো বঁাশ, আমলকী, পাপড়, কর্কট, পড়াশি, মহুয়া গাছের তলা দিয়ে, কোথাও পথের পাশে কুঁচ ফলে আছে ঝোপে, কোথাও এক রকম হলদে ঘাসের ফুল ফুটে আছে। ঠাণ্ড বাতাস বইচে, আকাশে কালো মেঘ । পাহাড়ের ওপর উঠে দুজন খাড়িয়ার বাড়ী—তাদের মেয়েরা শুধু আছে, আমাদের দেখে সোজা পালালে। তারপর আমরা গেলুম ঢুকলু বাগালের বাড়ী। খড়ের ছাউনি, নিচু মাটির ঘর, এমন চমৎকার দৃপ্ত চারিদিকে, শিলং কি কার্সিয়ং এর বড় লোকের বাড়ীও এমন জায়গায় হলে গর্বের বিষয় হতে পারে। ঢুকলুর ছেলে আনন্দপুর স্থলে পড়ে। কাল রাত্রে ঢুকলুর গরুট নাকি বাঘে মেরেচে সামনের পাহাড়ে। সবটা খেয়েচে ? আমরা জিগ্যেস করি । সে বলে—উয়াকার মুড়িটা নিয়ে গেছে । বাকিটা ডুংরিটাতে রাখি গেলো! এটার নাম চরাই পাহাড়, ২১৬ ফুট উচু। হিমালয়ের মত দৃপ্ত চারিদিকে। একটা উচু ফুরি ওপর গিয়ে আমরা বললুম, গ্রানিটের স্বল্মাগ্র চুড়ার চারিপাশে ভাঙা ভাঙা গ্রানিটের boulder-ফাকে ফঁাকে খড়, দু-চার ঝাড় বস্তবাশ, একটা সাণীহীন মহুয়া । সামনের সমতলভূমির দৃপ্ত এত উচু থেকে বড় চমৎকার দেখাচ্চে। একটি গাওতাল তীরধস্থক হতে হঠাৎ এলে হাজির । তার নাম জিগ্যেস করলে নাম বলে না। জিগ্যেস করে জানা গেল ওর বাড়ী রাঙামাটিয়া গ্রামে, সে এবং তার দুজন সঙ্গী এলেচে DBBB BB BBBB BBB BB BBBS BB BB BBBBB BBB BBB BB খুৰতে এলেচে। আমাদের কৌতুহল পূর্ব করবার অবকাশ নেই ওর। জাক্ষর স্বয়াম-গর খাল তোরা ? --Gरे ।। "