পাতা:বিভূতি রচনাবলী (সপ্তম খণ্ড).djvu/৪৭৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

cई उपग्नर्थ कथों क७ gbɔ একটু পরে আমরা আমাদের গ্রানিট চুড়ায় বসে দেখচি, তিনজন সাওতাল অথবা হে নীচের বনে শুষ্ক শালের পাতার রাশির ওপর দিয়ে মচ মচ করে ইটিতে হাটতে বনের সর্বত্র আতিপাতি করে খুজচে কালকার সেই বাঘে খাওয়া গরুর মৃতদেহটার জন্যে। ঘন্টাখানেক খুঁজবার পরে ওদের অধ্যবসায় সার্থক হোল, দেখি আমাদের চুড়া থেকে সামান্ত উচু আর একটা ভুংরির মাথায় ছটি লোক মরা গরু বাশে ঝুলিয়ে কাধে করে নিয়ে যাচ্চে। আমাদেরও চা ও খাবার এই সময় দুবলাবেড়া থেকে এসে পৌঁছুলো । চা খেয়ে নিয়ে আমরা রওনা হই । নিচে নেমে একটা খাড়িয়ার কুটির। ওর মধ্যে আমরা ঢুকে দেখি—একটা মলিন চেটই, কয়েকটি ছাড়ি-কলসী, লাউ কেটে তৈরী একটা হাত, চীহড় পাতার একটা ঠোঙা, দুটো শুকনে হল, একটা উদুখল—এই তার সমস্ত জাগতিক সম্পত্তি। দুৰনু বাগাল বয়ে-হাতীর ভয়ে আমরা হিই রাতে বাইরে শুই আঞ্জে। নইলে ঘর ভাঙি দিবেক । —তোর হাতী এলে কি করিস ?" —হাতী খেদবো । এই গ্রামের নাম গামীরকোচা। আমার মনে হোল পড়ন্ত হলদে রোদে এই বন পৰ্ব্বত, দূরে দূরে অগণ্য শৈলমালা ও গ্রানিট শিখর, অরণ্যাবৃত সাহুদেশ ও নিচেকার সমতলভূমির কিছু অংশ দেখে—যে, এই খাড়িয়া অধিবাসীরা খুবই গরীব হয়তো—কিন্তু অনেক শহরে বড়লোকের চেয়ে ভাল জায়গায় বাস করে এরা। দাৰ্জিলিং, কার্সিয়াং বা শিলংএর চেয়ে কোনো অংশে নিকৃষ্ট নয় এদের বাড়ীর মাটির নিচু দাওয়া থেকে চতুষ্পার্থের পাৰ্ব্বত্যাপ্তি। যেদিকেই চাই—সামনের ময়ূরভঞ্জের দিকেই হোক বা বামে ভালকি ও মূলাবনীর দিকেই হোক—শৈলমালার পেছনে শৈলমালা, তাদের পেছনে শৈলমাল, তাদের পেছনে আবার উচ্চতর শৈলমালা—সজল নীল কুয়াশায় অস্পষ্ট, কোনোটাতে হলদে রোদ, কোনোটার মাথায় মেঘের ছায়, কোনোটা কুয়াশায় ধোয়া ধোয়া । এই সব দেখতে দেখতে ঘন বনের পথে নামলুম। সন্ধ্যা হয়ে এসেচে, তাবুতে এলুম। একটু পরে শুনি সামনে পাহাড়ে বাঘের স্থাকোর ইকোর আওয়াজ। দুবার তিনবার শুনলাম। একটু পরে বারোজ সাহেব তাঁবুতে ৰেড়াতে এল—লে বয়ে, কাল সন্ধ্যায় এমনি ডাকছিল বাঘ। রয়েল বেঙ্গল টাইগার ছাড়া এমন আওয়াজ করবেন। নির্জন বন পাহাড়ের ধারে তাবু, অন্ধকার রাজি, এমনি বাঘের ডাকে উয় যে না হোল মনে, তা বলতে পারিনে । বারোজ বয়ে-খাড়িয়ারা সপ্তাহে একবার মাত্র তাত খেয়ে থাকে গরমকালে। আর কিছু জোট না। খাড়িয়া কুলি মেয়ের পয়সা নিয়ে গেল মজুরি, তার পরদিন এল না ওরা খনিতে কাজ করতে। টাকা হাতে পেয়ে ভয় পেল। বল্পে—এ সব টাকা জামাদের ? يحسـ