পাতা:বিভূতি রচনাবলী (সপ্তম খণ্ড).djvu/৪৭৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

cई जब्रन कषों कe suł क७ वनरू विश्वश्रब्र कउ cषप्लेशूल इवांग दिउइन कच्चाव जनांशंउ औबनक्रिन क्ऊ aliरमকত মাতা-পিতার স্নেহ আদর পরিবেশিত হবে, কত ভবিষ্যৎ রান্ত্রির জ্যোৎস্নায় উজ্জল হবে সেই স্বমধুর আয়ুকালগুলি, কত কোকিল ডাকবে, কত রক্তশিমূল-ফুল ফুটবে। জীবন ও জন্ম ঘদিনের, ভগবান সখা ও পার্থী অনন্ত কালের। জীবের ভয় কি ? অবিনশ্বর ভূমি, অবিনশ্বর আমি—আমরা ভগবানের চিরদিনের লীলাসহচর, ভগবান চিরদিন আমাদের লীলাসহচর। কাল জুপুরে চিল-ওড়া নীল আকাশ থেকে এই আনন্দের বাণী নিঃশৰে নেমে এল সেই ঘেটুফুলের বনের মধ্যে, ভগবানের নীরব আশীৰ্ব্বাদের মত। মন অমৃতে পূর্ণ হয়ে গেল। শিরায় শিরায় সে কি জীবনস্রোত ! কি উচ্ছল রস ও আনন্দের প্রবাহ। কথাটা লিখেই রাখলুম, যদি ভুলে যাই। অন্য কেউ যদি এর পরে পড়ে, আশা করি সে এই নৈঃশব্যের বাণীর গভীরত্ব বুঝতে পারবে, তারও জীবনে এই বাণী দেবে অমৃতের সন্ধান। জয়যুক্ত হোক আম্রমুকুল ও ঘেটুফুল স্ববাসিত এই কাননের শাস্ত দ্বিগ্ৰহরটি। সকালে শাখারিপুকুরের ধারে বাশবনে ঝরা পাতার ওপর বসে ছিলুম। বাশবনের নিচে ছায়ায় ঘেটুফুল ফুটেচে, আম্র-মুকুলের স্ববাসে বাতাস মদির, এখানে ওখানে মাঠে শিমূল ফুলের কি শোভা ! চুপ করে বলে নলে নাপিতের আমবাগানের পুপভারনত শাখাপ্রশাখাগুলির দিকে চেয়ে রইলুম। কোকিল ডাকচে, উষ্ণ মাটির গন্ধ বেরুচ্চে, শুকনো বাশপাত হাওয়ায় ঘুরে ঘুরে পড়চে, যেমন পড়তে আমার বাল্যকালে । ঘেটুফুলের তেতো স্ববালে মনের মধ্যে আমার কেমন একটা আনন্দ জানে। নিয়নী পিলিমার সঙ্গে খেলাঘরের মধুর বসন্ত-মধ্যাহ্নগুলির কথা মনে হয়—ত্রিশ বৎসর আগেকার সেই অতীত ফান্ধন দিনের বার্তা এই ঘেটুফুলের স্ববালে খানিকটা স্পষ্ট খানিকটা অস্পষ্টভাবে ফিরে আলে, আমি বঁাশগাছে হেলান দিয়ে বলে অবাক ভাবে দূর রোদ-ভরা মাঠের দিকে চেয়ে থাকি । দুপুরে বসে ‘অশনি সংকেত উপন্যাসের একটা অধ্যায় লিখি। কল্যাণী গিয়েচে ও পাড়ার পাচী যুগিনীর কালীমার মন্দিরে। সঙ্গে গিয়েচে বুড়ী পিলিমা ও মাছ। কাল পাচী এলে কতক্ষণ গল্পগুজব করলে। আমি এর কয়েকদিন জাগে দোলের দিন রেডিও ৰকৃত দিতে কলকাতা গিয়েছিলুম। সেখানে স্থনীতি বাৰু, মিঃ লিং প্রভৃতির সঙ্গে দেখাও হয়েছিল। কাল জগো ও ফুচুর সঙ্গে বেলডাঙায় একটা বাবলার ভাল জানতে গিয়েছিলাম। ঘোষেদের বাড়ীর পিছনে কি অপূৰ্ব্ব ঘেটুফুলের লমাবেশ ও কি ওমেন্স পস্থিগিত স্বগন্ধ। এই ঘেটুকুল কেন যে আমাকে মাতিয়ে দেয়, তা কি করে বলবো । DD BBBBBBB BBB BB B DD DDD BB BBBSL BBS BBB BB সিনেমা থিয়েটার দেখার আনন্দ ! ভগবানের কথা কেন মঞ্চ'মনে হয় । আইনস্ক্রির নাতি এলে আমাদের সঙ্গে আলাপ করলে, সেই ছোকরা, যে দল দ্যমান ছাত্র ছিল, সম্প্রতি ۰ ماس-۹ f۹۰