পাতা:বিভূতি রচনাবলী (সপ্তম খণ্ড).djvu/৪৮৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8ፃ8 বিভূতি-রচনাবলী সামনে দাড়িয়ে ওপরের সবুজ ধানের ক্ষেতের দিকে চেয়ে থাকি। ভগবানের আবির্ভাব এই নব প্রভাতের সঙ্গল বর্ধাঙ্গমল বননিকুঞ্জে, ঐ দূরবিস্তৃত বননীল দিগন্তরে মেঘলা সকালে শাখায় শাখায় বনবিচঙ্গের কলকাকলীতে । কলকাতায় মেসে থেকে যখন চাকুরী করি স্কুলে, তখন স্বদীর্ঘ তেরো বছরের মধ্যে এই সব দিনে বারাকপুরের বর্ষাসিক্ত বনঝোপের বিরহ আমার কাছে অসহ্য হয়ে উঠতো । বাল্যে কত খেলা করেছি আমি কালী, ভরত, কচা এই বনতলে ঝোপের ছায়ার ছায়ায় । কত কি পাখীর গান শুনেছি। কত পাকা মাকালফল তুলে এনেছি উত্তর মাঠের বন থেকে,–শাখারিপুকুরের ধারের গাছপালার ওপরে-ওঠা মাকলিলতা থেকে—মনে হোত সেই রহস্যময় বিচিত্র বাল্য মনোভাব, সেই ঝোপের তলায় বেড়ানো, তখন বোধ হয় বনপরীর সঙ্গে নিয়ে খেলে বেড়াতো—বুঝতাম না সংসারের কিছু, বুঝতাম শুধু তেলাকুচোর ফুল, বনকলমীর ফুলের বাহার হয়েচে কোন ঝোপে, কোথায় টুকটুকে মাকাল ফল ঝুলচে কোন গাছে—এই সব । বনপরীদের সঙ্গী ছিলাম তখন। মনে এতটুকু ধুলে মাটি লাগেনি সংসারের। কি অপূৰ্ব্ব আনন্দে মন মেতে উঠতে যখন দেখতাম গুছে থোলো থোলো পটপটির ফল ফলে আছে। এ সব ফল খাওয়া যায় না, পাখীরও অখাদ্য কোনো কোনো ফল । সুতরাং রসনা তৃপ্তির লোভ নয়—এ সব ফলে খেলা হয় এইটেই ছিল তখন বড় কথা । দেখতে ভাল লাগে এইটেই ছিল বড় আনন্দের উৎস । খেলা আর আনন্দ । লীলাই সবচেয়ে বড় কথা । শেক্সপীয়র £ofo, of Kossa, “The play is the thing”---play àws, cos i সংসার শাশ্বত মানবাত্মার লীলাভূমি। এখানে তারা আসেনি ঘরবাড়ী বানাতে, আসেনি ব্যাঙ্কে অর্থ জমাতে, আসেনি রায়বাহাদুর হয়ে, ‘স্তার হয়ে মোটর চড়ে বড় ইনসিওরেন্স কোম্পানীর ডিরেকটর হতে । ওসব তাদের মনের ভুল, মায়া অথবা মোহ । নিজের রূপটি ভুলে যায় তাই ওসব করে । তারপর যা বলছিলুম। ওই সব বালাসঙ্গী, বননিকুঞ্জ, ফুলফল, নদীতীরের সাইবাবলা ও কুঁচলতার ঝোপ, স্বৰ্য্যাস্তের আভা-পড়া বেলেডাঙার মরগাঙ, বিলের টলটলে জল— এদের ছেড়ে কলকাতার অপরুষ্ট এঙ্গো-পড মেসবাড়ীর নোংরা ঘরে বিদ্যার্শ্বন ও চাকুরীর জন্তে বাস করে কি কষ্টই না পেতুম । মনপ্রাণ গপিয়ে উঠতো। ভাবতাম, এমন দিন কি কখনো আলবে না যখন আবার দেশে ফিরে যাবো ? গ্রামে বর্ষাকাল কখনো কাটাইনি । বাল্যদিনের পরে চিরকালই স্কুল বোর্ডিংয়ে, কলেজ হোস্টেলে ও মেসে কাটচে ১৯১২ সালের পর থেকে। কখনো কি আবার ঢল-নামা বর্ষায় ইছামতীর ধারে কালো বনলিমলতার ঝোপের ছায়ায় পা ছড়িয়ে স্বসবো না মনের আনন্দে, আর কি কখনো শুনবো না BB BB BBBBS BBBBB C BB BBB BBS BBBB DBB BBB BB रुझेकझे श्रृंश ? SDDBB BB C HH BBB BtD DBBS BB BBBB BBBB BB BBDDDS