পাতা:বিভূতি রচনাবলী (সপ্তম খণ্ড).djvu/৪৮৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

८ाश् चत्रङ्गं] कृषिं कृ७ ፀጫው HBBB BBBBB DDSDDS DDB BBB DDBBB BB DDBBBB BBB BB বনে, তেমনি পাখী ডাকে, তেমনি স্ববাস বেরোয় নাটাকাটার হলুদ রংয়ের ফুলের খোকায় খোকায় । বিশ্বের অধিদেবতা যেমন সত্যি, এরাও তেমনি সত্যি, শাশ্বত স্বন্দর । " মরে না, ঋতুতে ঋতুতে পনরাবৰ্ত্তিত হয়, নবরূপে ফিরে আসে—যুগ যুগ ধরে চলেচে ওদেরও লীলা । “The play is the thing---" ইচ্ছে আছে এবার একটা বইয়ে হাত দেবো—নাম দেবে তার ইছামতী’ । বড় উপন্যাস । তাতে থাকবে ইছামতীর ধারের গ্রামগুলির অপূৰ্ব্ব জীবন-প্রবাহের ইতিহাস-বননিকুঞ্জের মরাবঁাচার ইতিহাস, কত স্বর্ধ্যোয়, কত স্বৰ্য্যাস্তের নিষ্কিঞ্চন, শাস্ত ইতিহাস– কালই জন্মাষ্টমীর ছুটিতে কলকাতায় গিয়েছিলুম, অতুলকৃষ্ণ কুমার মহাশয়ের মোটরে কাল সারা সকাল ঘুরে বেড়িয়েছি। বাণী রায়দের বাড়ী গেলুম, দেবেন ঘোষ রোডের মেস থেকে পুত্রশোকাতুর ভদ্রলোকটিকে নিয়ে মোটরে করে দু-এক জায়গায় ঘুরপুম। কলকাতায় বেশিদিন আর থাকতে পারিনে—ভাল লাগে না । o সজনী দাস এখানে নেই, ভাগলপুরে গিয়েচে বেড়াতে । কাল স্কুল থেকে ফিরলুম মাঠের পথ দিয়ে। কি কালো নিবিড়কৃষ্ণ মেঘ করেচে সেই অপূৰ্ব্ব ঝোপটির পেছনে মুচিপাড়ার দিকের আকাশে ! একটা তেলাকুচো পাতার মস্ত বড় সবুজ কোপ আছে এ মাঠে। মস্ত তেঁতুল গাছ বেয়ে ঝোপট উঠে গাছের মাথা ঢেকে দিয়েচে ঘন সবুজ উত্তরচ্ছদে । * আমি যখনই এপথে স্কুলে যাই, তখন দেখি এই ঝোপটা । মনে মনে ভগবানের কাছে প্ৰাংলা করি, তুমি একদিন এই ঝোপের মাথাটা সাদা সাদা ফুলে ভরে দিও, আমি বেলা স্কুলে যাওয়া আসার পথে দেখতে দেখতে যাব । কি সুন্দর দেখাবে তখন, ভাবলেও আনন্দ হয় । কাল কোথায় যেন দেখলুম রেললাইনের ধারে কোন ঝোপে বনকলমী ফুল ফুটেচে । কিন্তু অামাদের গ্রামের মধ্যে যে যে ঝোপে বনে বনকলমীর ফুল ফোটে লেখানে গিয়ে দেখেচি, কোথাও ফোটেনি। এই শ্রাবণের শেষের দিকেই কিন্তু ও ফুল ফোটে । আজ দেখি একটা বনবিড়াল ঝোপের তলা দিয়ে কালু মোড়লের ধানক্ষেতের দিকে যাচ্ছে। বেশ বড় বনবিড়াল, লেজের দিকটা ডোরাকাটা। আমি দেখে থমকে দাড়িয়ে গেলাম, একদৃষ্টি দেখতে লাগলুম, সাড়া পেলেই লেজ তুলে এখুনি দৌড় দেবে। মিনিট খানেক পরে দিলেও তাই, কি করে আমার উপস্থিতি অনুভব করতে পেরেচে। এক দৌড়ে ঝোপের আড়ালে অদৃষ্ঠ ছোল । বাড়ী এসে চ খেয়ে মেঘলা বিকেলে বাশবনের দিকে বারান্দায় ইজি-চেয়ার পেতে জারাম করে বলে প্রিইরি ‘Good companions' পড়ি। কয়েক পাতা পড়তে না পড়তে কৃষ্ট বলে আর কোথায় আছি। সেই যে কম বযু করে কৃষ্ট নামলে, চললে পারারাত্ব।