পাতা:বিভূতি রচনাবলী (সপ্তম খণ্ড).djvu/৪৯৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

svÉ बिङ्कडि-ब्रळनांवलौ কেটে shale ও greisen পাথরের এই চাতাল তৈরি করেছে। কত লক্ষ বৎসর ধরে এই ঝর্ণ চলেচে এখান দিয়ে । সময়ের বিরাট ব্যাপ্তির কথা ভাবলে আমরা ক্ষুদ্র মাম্বব জামাদের মাথা ঘুরে যায়। সামনে সেই ক্ষুদ্র ঝর্ণাটি কুলকুল করে পাথরের ওপর দিয়ে বইচে । আমি ঘন বনের মধ্যে মোটা লতা দোলানো একটা বটগাছের তলায় শিলাসনে বসে আর একটা মস্ত বড় মন্থণ পাথর ঠেস দিয়ে লিখচি । সেই সব পার্থীর ডাক। এ জায়গাট বড় বেশি ঘন বনের মধ্যে । একে তো এই সারেও অরণ্যই নিজন ও বহু বন্যজন্তু অধুষিত । তাতে এ জায়গাটা আবার খলকোবাদ থেকে চার মাইল দূরে বনের মধ্যে । বাঘ ও হাতীর ভয় এখানে খুব । মাঝে মাঝে সতর্ক দৃষ্টিতে পেছন দিকে চাইচি, শুকনো পাতার ওপর খস খস্ শব্দ হোলেই, মিঃ সিন্‌হা অদূরে আর একটা গাছের তলায় বসে আছেন। এসব স্থানে বসে শুধু বিরাটের চিন্তা মনে আসে। লক্ষ্য বৎসর এখানে মাপকাঠি বিরাট আকাশ, অনন্ত নাক্ষত্রিক শূন্ত, মহাকালের অনন্ত পথযাত্রা.মনের মধ্যে যে স্বর বেজে ওঠে, পৃথিবীর ভাষায় সে স্বর বোঝানো যায় না, সে অনুভূতি অমরত্বের আস্বাদ বহন করে আনে, তুলনা নেই সে eostasyর— to আর শুধুই ছবি মনে আসে সে বিরাট দেবতার, কত ভাবে, কত দিক থেকে । বহু প্রাচীন দিনে ভারতবর্ষের এমনি কোন অরণ্যের শিলাতলে বসে ব্রহ্মস্বত্রকার মুগ্ধ হয়ে লিখেছিলেন রচনামুপত্তেশ্চ নাম্নমানম—বিশ্ব রচনা দেখে মনে হয় এর মধ্যে কোন বিরাট শিল্পচেতনা সব সময়ে সক্রিয় । সেই মহান, বিরাট শিল্পীকে বন্দনা করি । জয় হোক বিশ্বের সে অধিদেবতার। মহাকবি তিনি, অনাদ্যস্ত শাশ্বত যুগ ধরে এই রকম শিলাস্তৃত ঝর্ণার তটে, অনন্ত নীহারিকামণ্ডলী ছড়ানো আকাশপটে, বনকুম্বমের পাপড়ির দলে, বিহঙ্গকাকলীতে, জাতির উত্থানে পতনে, চাদের আলোয়, তরুণীর নিৰ্ম্মল প্রেমের ব্যথায়, শোকে, বিরহের গানে, অগ্নিপুচ্ছ ও ধুমকেতুলের যাতায়াতে, দেশ ও মহাদেশের অবনমন পুনরুত্থানে তিনি আপন মনে তার বিরাট এপিক কাব্য লিখেই চলেচেন। কিন্তু অত বড় মহাকাব্য পাঠ করবার মত শক্তিধর পাঠক কোথায় ? দু-একটা সর্গের এক-আধ পংক্তি কেউ হয়তে পড়ে, কেউ বোঝে কেউ বোঝে না । আকাশে গোধুলি নেমেচে । বনের মধ্যে দিয়ে আমার এই বটতলায় শিলাসনে ওর রাঙা জালে এসে পড়েছে। জলের মর্থর কলতান যেন ঘুম পাড়িয়ে দিচ্ছে চোখে । শীতও নেমেচে মূৰ । বিজয় ড্রাইভার এলে বলচে-ধাবেন না বাৰু ? যুনোহাতী কিংৰ বাঘ জায় একটু পরে জলপান করতে আলৰে এই ঝরণায়। ধাওয়াই

  • וואסiס

SSBBBB BBBB DDDD BBBBBB BB S BBBBDD DDDD DDBD DB BBB ८े,श्छश्च श्रृण ॥ ५४क चण निश्i९१