পাতা:বিভূতি রচনাবলী (সপ্তম খণ্ড).djvu/৬১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

খছৰাৰু চায়ের দোকানে বলিলেন, ওহে, এ নবাৰটি কে এল হে? নরলোকের সঙ্গে ৰাক্যালাপ কয়ে না ৰে ! ক্ষেত্ৰৰাৰু বলিলেন, করার উপযুক্ত মনে করলেই করৰে। নারাণবাৰু চুপ করিদা ছিলেন। বহুবাবু বলিলেন, কী দাদা ! চুপ করে আছেন যে ? —শ্ৰী বলি বল ? কী রকম লোক, কিছু জানি নে তো ? —কী রকম বলে মনে হয় ? বেজায় ওষুৱে ? —তা হতে পারে। তবে ছেলেমান্থব,শাইও হতে পারে। —শাই, না ছাই। কারও সঙ্গে কথা বলে না, টীচারস-ক্রমে একলাটি বলে কী যেন ভাবে । ক্ষেত্রবাৰু বলিলেন, লোকটী কবি, তাই ৰোধ হয় আপন মনে তাৰে— ঘন্ধুবাবু কাহারও প্রশংসা লম্ব করিতে পারেন না, তিনি বলিলেন, হ্যাঃ, কবি—একেবারে রবি ঠাকুর। ডে পে কোথাকার । তখনও তাহার দেখা নাই। হেডমাস্টার কটক্সট দৃষ্টিতে ক্লাসের শূন্ত চেয়ারের দিকে চাহিয়া বলিলেন, কার ক্লাল ? হেডমাস্টার চলিয়া গেলেন। অনেকক্ষণ পরে নতুন মাস্টার আসিয়া ৰসিলেন। সঙ্গে সঙ্গে মথুর। চাকর আলিয়া একটা স্লিপ দিল তাহার হাতে, হেডমাস্টার আপিলে ডাকিয়াছেন। নতুন মাস্টার উঠিয়া আপিলে গেলেন। —আমাকে ডেকেছেন স্তাৱ ? —স্থ্যা। আপনি ক্লাসে ছিলেন না ? —আমি ক্লাল থেকেই আসছি। -দশ মিনিট পর্যাঙ্ক আপনি ক্লাসে ছিলেন না। —আমি দুঃখিত। চা খেতে গিয়ে একটু দেরি হয়ে গেল। —কোথায় চ খেতে গিয়েছিলেন । জামায় না বল্পে বাইরে যাবেন না। —কেন স্তাব ? - হেডমাস্টার জ্ব কুঞ্চিত করিয়া নতুন মাস্টারের মুখের দিকে চাহিয়া বলিলেন, আমার স্কুলের নিয়ম। নতুন মাস্টার কিছু না বলিয়া ফালে গিয়া গড়াইতে লাগিলেন। কিন্তু কিছুক্ষণু পরেই