পাতা:বিভূতি রচনাবলী (সপ্তম খণ্ড).djvu/৬২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

—আমি স্কুলের একজন টীচার, ছাত্র নই-হেডমাস্টারের কাছে অহম,তামিয়ে স্থলের ফটকের বাইরে যেতে হয় ছাত্রদের, টীচারদের নয়। আমার দেরি হয়েছিল ফিরতে, সে জন্য আমি ছঃখিত। কিন্তু আপনাকে না বলে যাওয়ার জন্ধে আপনি সহযোগ করলেন, এটা ঠিক করেছেন বলে মনে করি না। - হেডমাস্টারের ৰিস্থিত দৃষ্টির সম্মুখে নতুন টীচার গটগট করিয়া ফালে চলিয়া গেলেন। দাড়াইয়। এ কথা বলিতে পারে, তাহা তাহার কানার’অতীত। তিনি তখনই মিঃ আলমকে ভূাকিলেন । --ইয়েস স্তার,। —নতুন টীচার বেশ ভাল পড়ায় । —জানি না তার বলেন তো দৃষ্টি রাখি। —রাখো । -कौ ब्रकत्र ५को अगांशांजिक शब्रानद्र—শুনলাম নাকি, কবি। বাংলা কবিতা পড় তোমরা-পড়েছ কী রকম কবিতা লেখে । তারপর হর নীচু করিয়া বলিলেন, কিসের কবি ! ৰাংলাদেশে সবাই কবিতা লেখে-আজকাল। কৰি । - —তুমি বাংলা কবিতা গড় মিঃ আলম । —পড়ি বইকি গুার । আলমের এ কথা সত্য নয়, বাংলা সাহিত্যের কোন খবর কোনদিন ও তিনি রাখেন না । মি: আলমের সঙ্গে একুনি নতুন মাস্টারের ঠোকাঠুকি বালি। ব্যাপারটা খুব সামান্য বিষয় অবলম্বন করিয়া। ক্লালে কী একটা পরীক্ষার কাগজে নতুন মাস্টার নম্বর দিয়া ছেলেদের নিকট ফেরত দিয়াছেন। মিঃ আলম লে ক্লাসেপড়াইতে গিয়া সামণের বেঞ্চির উপর একটি ছেলের পরীক্ষার খাতা দেখিয়া জিজ্ঞাসা করিলেন, কিসের খাতা রে ? ছেলেটি বলিল, এবারকার উইকলি এক্সারসাইজের খাত। তার, নতুন তার দেখে ফেরত দিয়েছেন । —শ্ৰী লাব জেক্ট । —দেখি খাতাখানা।