পাতা:বিভূতি রচনাবলী (সপ্তম খণ্ড).djvu/৯৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অনুবর্তন যদুবাৰু স্ত্রীকে স্তোকবাক্য দিয়া পত্র লিখিয়াছিলেন, সে আজ দেড় মাসের কথা । তারপর স্ত্রীর যত চিঠি আসিয়াছে, তাহার কোন উত্তর দেন নাই । দিবেনই বা কী করিয়া, স্কুলে দুই মাস খাটিয়া এক মাসের মাহিনা পাওয়া যায়— মাসের উনত্রিশ তারিখে গত মাসের মাহিনা যদি হইল, তবে মাস্টারের ভাগ্য প্রসন্ন বিবেচনা করেন । মেসের দেন ঠিকমত দেওয়া যায় না—টুইশানি ছিল, তাই চলে ! স্ত্রাকে ইহার মধ্যে আনেন কোথায়, বাসা করিবার খরচ দুটাইবেন কোথা হইতে, বলিলেই তে হইল না ! - শনিবার পূজার ছুটি হইবে, আজ বৃহস্পতিবার। যদুবাৰু টুইশানি করিয়া ফিরিবার পথে ভাবিতেছিলেন, ছুটিতে কি বেড়াবেড়ী যাইবেন ? রামেন্দুবাবুকে ধরিয়াছেন, হেডমাস্টারকে বলিয়া-কহিয়৷ অন্তত কুড়ি টাকা যাহাতে পাওয়া যায়। রামেদুবাবুর কথা আজকাল সাহেব বড় শোনে । কিন্তু তা যেন হইল। এই সামান্য টাকা হাতে সেখানে গিয়া কী করিবেন ? ীিকে আনিয়া কোথায়ই বা রাখেন ? অর্থকষ্টের বাজারে বাসা করিবেনই বা কোন সাহসে, হাওয়ায় ভর করিয়া দাড়াইয়া এত ঝুকি লওয়া চলে না। - আকাশ-পাতাল ভাবিতে ভাবিতে যত্নবাবু মেসের দরজায় ঢুকিতেই মেসের একটি লোক বলিয়া উঠিল—একটি ভদ্রলোক আপনার জন্যে অপেক্ষা করছেন অনেকক্ষণ থেকে। শ্ৰীশঙ্গা এখনও ছেলে পড়িয়ে ফেরেন নি, আপনাদের ঘরে আমি বসিয়ে রেখেছি আপনার সীটে। যদুবাৰু বিস্মিত হইয়া বলিলেন, আমার জন্যে ? কোথা থেকে— —তা তো জিগ্যেস করি নি। দেখুন না গিয়ে, আপনার সীটেই বসে আছেন। বললেন—এখানে খাব। আমি আবার ঠাকুরকে বলে দিলাম যদুবাবুর ক্রেও খাবে। নইলে রান্নাবান্ন হয়ে যাবে, আপনি যখন ফিরবেন। যদুবাৰু দুরু ছক বক্ষে সিড়ি বাহিয়া উপরে উঠিয়া নিজের ঘরে ঢুকিতেই সম্মুখের সীট হইতে অবনী মুখুজে দীত বাহির করিয়া একগাল হৃদ্যতার হাসি হাসিয়া বলিল, আহন দাদা –এই যে ! প্রণাম । ওঃ, কতক্ষণ থেকে বসে আছি ! যছবাবুর হৃদস্পন্দন যেন এক সেকেণ্ডের জন্য থামিয়া গেল। চক্ষে অন্ধকার দেখিলেন। তখনই কাষ্ঠহাসি হাসিয়া বলিলেন, আরে, অবনী যে ! এস এস ভায়া। তার পর, সব ভাল ? তোমার বউদিদি ভাল তো ? y —ছে হে দাদা, সব একরকম আপনার আশীৰ্ব্বাদে– —বেশ বেশ । —তারপর দাদা এলাম, বলি, যাই দাদার কাছে । জঙ্গলে পড়ে থাকি, ছুদিন মুখ বদলানো হবে, আর শহরে দেখে-শুনে আলিগে যাই থিয়েটার বায়োস্কোপ। দিন পনেরো কাটিয়ে আসি পূজোর মহড়াট। ম্যালেরিয়ায় শরীর জরজর, একটু গায়ে লাঞ্চক