পাতা:বিশ্বকোষ অষ্টাদশ খণ্ড.djvu/১১০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বাঙ্গাল সাহিত্য (বৈষ্ণব পদশাখ) { ১০৮ ] বাঙ্গাল সাহিত্য (বৈষ্ণব পদশাখ) গমন করিয়াছিলেন। তখন তিনি বৃদ্ধাবস্থার উপনীত। ভক্তি ब्रङ्गाकाब्र ठिनि क्लिबद्र शनिग्न °ििख श्हेब्राप्झन, "मूब्राहि t5ठछ छानशान भशैषब्र ! *ब्रtबचग्न झांग्र बलग्नांम बिछवग्न ॥" 旁 বলরাম দাসের পিতা আত্মায়াম দাসও কবি ও পদকর্তা ছিলেন । [ বলরাম দাস দেখ । ] ২য় বলরাম দাস ঠাকুর—জাদি নিবাস পূর্ববঙ্গে। তিনি পাশ্চাত্য বৈদিক ব্রাহ্মণ, পিতার নাম শ্ৰীসত্যভামু উপাধ্যায়। हेनि मिष्ठानन्त धड्रग्न निरूो भङ्ग अश्म করিয়া নদিয়া জেলায় কৃষ্ণনগরের অন্তর্গত দোগাছির গ্রামে আসিয়া বাস করেন। ইনি প্রসিদ্ধ १छ् शशब्रिभि श्tश्; ।। পদকর্তা ও বিখ্যাত কবি ছিলেন । বলরাম দাস ঠাকুর ; গোপাল মূৰ্ত্তির সেৰা করিতেন, অস্থাপি দোগাছিয়া গ্রামে তাহার স্থাপিত মন্দির ও গোপালমূর্ষি বিদ্যমান আছে। ঐনিত্যানন্দপ্রভু ; শিষ্যপরিবৃত হইয়া কীৰ্ত্তন করিতে করিতে দোগাছিয়া গ্রামে । গমন করেন, তথায় শিষ্যের প্রগাঢ়ভক্তি ও গোপাল পূজার সুন্দর পদ্ধতি দেখিয়া তাহাকে নিজের পাগড়ী প্রদান করেন। ঐ পাগড়ী অদ্যপি বলরঞ্জ ঠাকুরের বংশধরগণ পরম্যত্নে রক্ষা । করিয়া জাপিতেছেন। তঁহায় অস্থাপি ঐ গ্রামে বিদ্যমান আছেন । | |

  • }

বলরাম দাস গুরুর আদেশে জগন্নাথ হইতে গোপালমূৰ্ত্তি । আনিয়া প্রতিষ্ঠা করেন। অগ্রহায়ণ মাসের কৃষ্ণাচতুর্দশায় দিন বলরাম ঠাকুরের তিরোভাব হয় । প্রতিবৎসর এই তিরো ভাব উপলক্ষে ঐ গ্রামে উক্ত দিনে একটী মেলা হয়। এই ; মেলায় বহুতর ভক্ত ও বৈষ্ণব আগমন করিয়া নিত্যানন্দপ্রদত্ত । পাগড়ী দেখিয়া কৃতাৰ্থ হইয় থাকেন। বলরাম ঠাকুর শেষজীবন গোপালের সেবা করিতে করিতে স্বগ্রামে জীবনাতিবাহিত করেন। ইনি নিত্যানন্দ প্রভূর শিষ্য, সুতরাং তৎসাময়িক । বল্লভদাস-দুই জন । ১ম বল্লভদাস বা বল্লভীকান্ত দাস । ইনি জাতিতে বৈদ্য ও কবিরাজ উপাধিধারী। কুলীন গ্রামনিবাসী শিবানন্দ সেনের জ্ঞাতি এবং শ্ৰীনিবাসাচার্য্যের শিষ্য ছিলেন। চৈতন্যচরিতামৃতে লিখিত আছে যে,— বয়স্থ দtস । "वत्रछाप्नन अङ्ग (जन प्लेकोछु । শিবানন্দ প্রভুর ভক্ত একাত্ত ।” ২য় বল্লভদ্রাস-বংশীবদন দাসের বংশরর। বংশীবদনপুত্র চৈতন্তদাসের তুই পুত্র--রামচন্দ্র ও শচীননান, শচীনন্দনের তিন পুত্র ঐরাজবল্লভ, প্রবল্লভ ও ঐকেশব। বংশীশিক্ষায় লিখিত । আছে যে,—

    • थोग्रांछशध्रड औषज्ञठ औtकभय ।

তিন প্ৰভু যেন লাক্ষাং ব্ৰহ্মাবিষ্ণুভব।" বল্লভ দাস স্বীয় বংশীলীলা গ্রন্থে প্রপিতামহের চরিত্র বর্ণন করিয়া গিয়াছেন । কেহ কেহ বলেন যে, বল্লভ দাস নরোত্তম ঠাকুরের সমসাময়িক এবং তাহার ভক্ত ছিলেন। বল্লভ দ্বীয় রচিত পদে লিখিয়াছেন,— “नtब्रांडभ लtन, छद्रt१ दह चां★t, শ্ৰীবল্লভ মনভোয় ।” অন্ত আরও একট পদে তিনি তাহার রূপবর্ণন করিয়াছেন। এই জন্য কেহ কেহ বলেন যে, নরোত্তম দাসের শিষ্য রাধাবল্লভই বল্লভভণিতায় এই পদসমূহ রচনা করিয়াছেন । ইনি রসকদম্ব নামে একথানি গ্রন্থও প্রণয়ন করেন। চৈতন্যচরিতামৃতে নিত্যানন-শাখাগণনায় এক মনোহর দাসের উল্লেখ দেখিতে পাওয়া যায়— “শঙ্কর মুকুন্দ জ্ঞানদাস মনোহয়।" ( চৈতন্যচরিতামৃত , ইনি নিতানন্দ পরিবারভুক্ত ছিলেন। নরোত্তমবিলাসে দেখিতে পাওয়া যায় যে, ইনি খেতুরীর মহোৎসবে উপস্থিত ছিলেন। মনোহর দাস । কেহ কেহ অনুমান করেন যে, মনোহর জ্ঞান দাসেরই নামাস্কর । আবার কেহ কেহ মনোহর দাস ও বাবা আউল মনোহর দাস এই দুই জনকে অভিন্ন ব্যক্তি বলিয়। নির্দেশ করিয়া থাকেন । (২) বাউল মনোহর দাস-ইনিও নিতানন্দ পরিবার ভুক্ত । ই হার নামান্তর চৈতন্ত দাস । “अििण नाम मtनtश्ब्र t5ठशृ नाभ (wiश । আউলিয়া হইল বুলে স্বদেশ ও বিশেষ ।” ইনি নানাস্থান পর্যটন করিতেন, এইজন্য ইহার কোন নির্দিষ্ট বাসস্থান ছিল না। কেবল বিষ্ণুপুর রাজবাটীর নিকট ই হার বাসগৃহ ছিল। ইনি জাহ্নবা দেবীর মন্ত্রশিষ্য ছিলেন । “বিষ্ণুপুরে মোর ঘর ছয় বার ক্রোশ । রাজার দেশে বাস করি হইয়া সন্তোষ ।- " মনোহর বনবিষ্ণুপুরের রাজা বীর হাম্বীরের ভক্তিগ্রন্থভাণ্ডারের ভাণ্ডারী ছিলেন । ইনি কি জাতি এবং কোন সময়ে ইছার জন্ম, তাহ নিশ্চয় রূপে জানা যায় না। তবে ১৫•• শকাৰোঁর পূৰ্ব্বে বৈষ্ণব ধৰ্ম্মগ্রহণ করিয়া ইনি নানাজাউল মনোহর দাম তীর্থপর্যটন করিয়াছিলেন, এরূপ বলা যায়। বীর হাৰীয়ের মৃত্যুর পর, ইনি পুনরায় দেশ ভ্রমণে নির্গত হন, পরিশেষে হুগলী বদনগঞ্জে আসিয়া পর্ণকুটীর নির্মাণ করিয়া